আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১৫৬০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Assalamuyalaikum,
আমাদের গ্রামে বাচ্চা এবং বড়দের বাহিরে গেলে বাচ্চা যাবে কান্নাকাটি করে, বা পেট ব্যাথা করে আসার পর বাচ্চা ও বড়দের ছেলে অথবা মেয়ে তাদের পান এর মধ্যে সরিষার তেল লাগিয়ে পেট মোছা হয় । পান দিয়ে পেট মোছার সময় বলা হয় আকাশ জমিন সাক্ষী রেখে , মা ফাতেমা সাক্ষী রেখে মানুষের চোখ পুড়ি মুখ পুড়ি।
কয়েকজনের নাম বলার পর সেই পান চুলায় আগুন এর মাঝে পোড়ানো হয় । পান অনেক শব্দ করে ফুটে এবং তাদের বিশ্বাস পান পুড়ার পর যদি বাচ্চাদেরবা বড়দের কারো নজর লেগে থাকে তাহলে তা শেষ হয়ে যায়। আর যদি পার না পড়ে তাহলে তাদের উপর কোন নজর লাগেনি ।
এটা কি ঠিক?
এভাবে পান দিয়ে কি পেট মুছা যাবে ইসলাম কি বলে ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২১ ডিসেম্বর, ২০২১
ঢাকা