আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৫৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন নওমুসলিম ছেলের এনআইডি কার্ডের তার পিতামাতার নাম কি অপরিবর্তিত থাকবে & তার খৎনা করা কি ব্যাধতামূলক?

১৭ অক্টোবর, ২০২১
লক্ষ্মীছড়ি

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعليكم السلام و رحمة الله

উক্ত ব্যক্তির এনআইডি কার্ডে তার পিতা-মাতার নাম পরিবর্তন করা যাবে না বরং অপরিবর্তনীয় থাকবে ! এবং খৎনাও করতে হবে! কেননা খতনা করা গুরুত্বপূর্ণ সুন্নত। এটি শিআরে ইসলাম অর্থাৎ ইসলামের মৌলিক নিদর্শনের অন্তর্ভুক্ত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরাত (তথা নবীগণের সুন্নত) পাঁচটি : খতনা করা, নাভীর নিচের পশম পরিষ্কার করা, বগলের পশম উঠানো, মোঁচ ছোট করা এবং নখ কাটা। [সহীহ বুখারী, হাদীস : ৬২৯৭]

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর