আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৪৪৮৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হযরত, একটা প্রশ্ন আমার দিলের ভিতর প্রায় সময় উদিত হয়। আমি জানি এটা শয়তান থেকে হয়। কোথাও এই প্রশ্ন করার সাহস পাই না। আমার দিলের সংশয় এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য সন্তোষজনক একটি উত্তর প্রদান করলে কৃতজ্ঞ থাকবো। মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন।
প্রশ্ন টি হল :
আল্লাহ তায়ালা আমাদের রুহ সৃষ্টি করেছেন। অতঃপর আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসুল পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আমার প্রশ্ন হল, আমাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে তো আর জান্নাত-জাহান্নামের প্রশ্ন আসতো না। কেন আমাকে সৃষ্টি করা হলো ? এটা কিভাবে ইনসাফ যে, আমি কাউকে সৃষ্টি করলাম আর বললাম তুমি যদি আমাকে মেনে চলো তাহলে তোমাকে অনেক নিয়ামত দিব আর না মেনে চললে তুমি ধ্বংস হয়ে যাবে। সে যদি প্রশ্ন করে, আমাকে আপনি সৃষ্টি করলেন কেন ? সৃষ্টি না করলে তো এখন আমাকে ঝামেলায় পড়তে হতো না। আমার কোনো অস্তিত্বই থাকত না। জান্নাত-জাহান্নামের আমার দরকার নেই । আমি সৃষ্টি হতে চাই না। আপনি কেন আমাকে অস্তিত্ব দিয়েছেন ? এর জবাব কি ? আমি জানি যে, আল্লাহতালা আমাদেরকে নেক আমল করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সেটা বলেছেন। আমার প্রশ্ন হল, সৃষ্টি না করলে তো নেক আমলের - বদ আমলের প্রশ্ন আসতো না ? এটা কিভাবে ইনসাফ ? আল্লাহ আমাকে মাফ করুন। আমার জন্য দোয়া চাই। শয়তান যাতে আমাকে ধ্বংস করে না দেয়।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৮ মার্চ, ২০২২
মৌলভীবাজার