আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩৯২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রেম কি শরিয়তে যায়েজ আছে।অনূগ্রহ পূর্বক যদি বলেন।

১৯ ফেব্রুয়ারী, ২০২২
মীরসরাই উপজেলা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





হ্যাঁ স্বামী-স্ত্রীর মাঝে প্রেম বিনিময় করা জায়েজ। শুধু জায়েজই নয়। বরং অত্যন্ত সওয়াবের কাজ। কাজেই আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্ত্রীর সাথে প্রেম বিনিময় করুন। শরিয়তের সীমার মধ্যে থেকে রোমান্টিকাতা প্রদর্শন করুন।
কিন্তু মনে রাখবেন, bf/gf বা এজাতীয় যেকোনো সম্পর্ককে শরীয়ত কঠোরভাবে নিষেধ করেছে। এর সমাধান হিসেবে পর্দার বিধান দেওয়া হয়েছে। শুধু দেখার পর্দাই নয়। নারীপুরুষের মাঝে আওয়াজেরও পর্দা রয়েছে। একান্ত প্রয়োজন এবং অনোন্যপায় অবস্থা ছাড়া পর্দা লঙ্ঘন করা হারাম। আজ আমাদের সামাজিক অব্যক্ষয়ের অন্যতম প্রধান কারণ বিবাহ বহির্ভূত প্রেম-ভালোবাসার নামে এই অবৈধ সম্পর্ক। কাজেই সতর্ক হোন। নিজে বাঁচুন পরবর্তী প্রজন্মকে বাঁচান।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর