আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৯৩৯০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজরত আমার দুটি প্রশ্ন.!
নাম্বার ১/ হুজুর বেতেরের নামাজ মূলত কত রাকাত..?
আমরা তো জানি তিন রাকাত এখন এক হুজুর বলতেছে বেতেরের নামাজ ১রাকাত পড়লেও নাকি চলে.? রাসূল (সাঃ) না কি এক রাকাত পড়তেন.?
তাহলে কি আমরা এক রাকাত পড়বো না কি তিন রাকাত পড়বো.?

নাম্বার ২/ হজরত নামাজের শেষ বৈঠকে দুআ মাছুরা পরা কি বাধ্যতামূলক..? না পড়লে কি নামাজের কোন খতি হবে.? না পড়লে কি নামাজ হবে না..? আর যারা এই দুআ মাছুরা পারে না তারা কি করবে..?
অথবা তার পরিবর্তে অন্য কোন দুআ পড়া যায় কি না.? পরার কোন নিয়ম আছে কি না..?
জানতে চাই হজরত।
আস্সালামু আলাইকুম।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৩ অক্টোবর, ২০২১
দুর্গাবাড়ি রাস্তা