আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৫৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1, তাকবীর  তাসরিক কখন কখন পড়তে হবে 2, জামাতের নামাযে  মোকতাদিরকে কি কি পড়তে হবে3, মোনাজাতে মোকতাদি ইমাম এর সাথে হাত তুলে আমিন আমিন বলতে পারেন কিনা

১৮ অক্টোবর, ২০২১
Parramatta NSW ২১৫০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


و عليكم السلام
1. আরবী জিলজ্ব মাসের ৯ তারিখ ফজর হতে ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত এই ৫দিন মোট ২৩ ওয়াক্ত নামাজের ফরজের সালাম ফেরানোর পর প্রত্যেক বালেগ পুরুষ ও মহিলার উপর তাকবিরে তাশরিক ১ বার করে পড়া ওয়াজিব বা আবশ্যক আমল।

2. জামাতে নামায পড়াকালে দাড়ানো অবস্থায় ইমাম সাহেব যখন কিরাত পড়বে তখন শুধু চুপ করে শুনবেন, কিছু পড়বেন না! বাকী অন্যান্য রোকন গুলোর যেখানে যে তাসবিহ সবগুলোই মনে মনে পড়বে!

3. হ্যাঁ, মোনাজাতে মুক্তাদী ইমাম সাহেবের সাথে আমিন আমিন বলতে পারবে!

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন