আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৬০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,তাহাজ্জুদ নামায আদায়ের জন্য বাংলা ভাষায় কিভাবে নিয়ত করবো?

১৯ অক্টোবর, ২০২১
Khulna

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


و عليكم السلام و رحمة الله
'আমি আল্লাহর জন্য দুই রাকাত নামাজ আদায় করার নিয়ত করলাম' এই বলে তাকবীরে তাহরীমা বাধলে, যে নামাজের ওয়াক্তে বাঁধবেন, সেই নামাজ আদায় হবে ! এর জন্য আলাদা ওয়াক্ত উচ্চারণ করা জরুরী নয়! যেমন এরূপ নিয়ত করে যদি আপনি মাগরিবের পর ছয় রাকাত নফল আদায় করেন তাহলে তা আওয়াবীন হবে, ফজরের পর সূর্য উঠার পরে করলে ইশরাক হবে, ঠিক তেমনি ভাবে রাত্রে ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বে আদায় করলে তা তাহাজ্জুদ হবে! এরপরও আপনি যদি ওয়াক্তের নাম উচ্চারণ করতে চান তাহলে এভাবে বলতে পারেন, 'আমি আল্লাহর জন্য দু'রাকাত তাহাজ্জুদ পড়ার নিয়ত করিলাম' এইভাবে বলে তাকবীরে তাহরীমা বাধলেও তাহাজ্জুদ নামাজের নিয়ত হয়ে যাবে!

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন