আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইসলাহের ঠিকানা

প্রশ্নঃ ৪৭৭৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বয়স ১৮,, আমি একটা চাকরি করি,,তবে মানসিক শান্তি নাই আমার ভিতর,চাকরিতে শুধু জরিমানা করতেই চলেছি,,বেতন এর থেকে জরিমানা বেশি,কাজে কোনো মনো যোগী হতে পারছিনা,, তাছাড়া একটা হারাম রিলেশনে ছিলাম,,সেখানে ব্যার্থ হয়ে জীবনে মনে হচ্ছে অবেক কষ্ট পাইছি,,তাকে ভুলতেও পারছিনা,,সব কিছু বাদ দিয়ে হারাম থেকে হালাল পথে আসতে চাই,,।আমি কিভাবে এখন মানসিক শান্তি পাবো,,এই মুহুর্তে আমার মানসিক শান্তির খুব দরকার।নামাজের সময় আজান দিলেও আমার মন অনেক নষ্ট হয়ে গেছে,,মসজিদে যেতে মন চাই না,,একসময় ৫ ওয়াক্ত নামাজ পড়তাম,,কিভাবে না জানি খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি,,,আমি কুরআন পড়াও ভুলে গেছে,,সবকিছু নতুন করে শুরু করতে চাই,,আমার জীবনের সমস্ত গুনাহ কে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই।,

২২ জানুয়ারী, ২০২৪

Dhaka

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
আল্লাহ তায়ালা আপনাকে কবুল করুন।
আপনার জন্য উচিত কোনো আল্লাহ ওয়ালার সাথে দ্রুত যোগাযোগ করে তার সাথে ইসলাহী সম্পর্ক করা। কেননা ‍আত্মশুদ্ধি (রুহের চিকিৎসা) ছাড়া মানুষের জীবনে সফলতা আসতে পারে না। ডাক্তারের কাছে না গিয়ে নিজ থেকে ঔষধ সেবন করলে যেমনিভাবে রোগ ভালো হয় না তেমনিভাবে রূহের ডাক্তার তথা আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলেও এজাতীয় রোগ ভালো হয় না। আপনার লোকেশন বলছে আপনি ঢাকায় থাকেন

আলহামদুলিল্লাহ ঢাকায় অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আলেম (রূহানি চিকিৎসক) আছেন। আপনি অবশ্যই তাঁদের কারো সাথে সম্পর্ক করুন। তাদের মজলিসে যাতায়াত করুন। ইনশাআল্লাহ এই রোগ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

এর জন্য আপনি শায়েখ মাহমুদুল হাসান হাফি. (যাত্রাবাড়ী বড় মাদরাসা), ঢালকা নগরের শায়খ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, মুফতি জাফর আহমাদ সাহেব (গেন্ডারিয়া) মাওলানা তৈয়ব আশরাফ হাফি. (যাত্রাবাড়ী) মুফতি দিলাওয়ার হুসাইন হাফি. (আকবর কমপ্লেক্স মিরপুর-১) মুফতি মুশতাকুন্নবী. (কুমিল্লা) মুফতি আবু সাঈদ (ফরিদাবাদ) মুফতি মানসুরুল হক সাহেব (মোহাম্মাদপুর) এবং উত্তরায় আছেন প্রফেসর হামিদুর রহমান সাহেবসহ যে কোনো একজনকে বেছে নিতে পারেন

মুফতি মুশতাকুন্নবী কাসেমী হাফিজাহুল্লাহ-এর বয়ানগুলো শোনুন। নিরবে নিবৃতে হযরতের বয়ানগুলো শোনুন। দিল দিয়ে শোনুন। ইনশাআল্লাহ আপনার জীবনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এজাতীয় ওয়াসওয়াসা দূর হবে। সম্ভব হলে একদিন হুজুরের সাথে সাক্ষাত করুন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার তার মাদরাসায় ইসলাহী মাহফিল হয়। সারা দেশ থেকে আল্লাহ প্রেমিকগণ হাজির হন। আপনিও শরীক হতে চেষ্টা করুন। তার লিখিত ইসলাহী বইগুলো পড়ুন। রকমারীতে বইগুলো পাওয়া যাচ্ছে।
https://www.rokomari.com/book/205525/boyan-songkolon-shayekh-mufti-mustaqunnabi-hafizahullah-6ti-kitab

মুফতি মুশতাকুন্নবী কাসেমী সাহেবের মাদরাসা ঠিকানা: দেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড নেমে অটো রিক্সায় বা লোকাল মাইক্রোতে করে সুধন্যপুর মাদরাসা। ঢাকা হয়ে যেতে চাইলে পদুয়ার বাজার বিশ্বরোডের আগে বেলতলী নেমে রাস্তা পার হয়ে রিক্সা/সি এন জিতে সুধন্যপুর মাদরাসা।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৩৯৯৫০

মাগরিবের আগে নফল পড়ার বিধান


৬ সেপ্টেম্বর, ২০২৩

মহারাষ্ট্র ৪১০২১৮

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৩৮৫৮৩

যেসব পাপ নেক আমল নষ্ট করে দেয়


১৬ আগস্ট, ২০২৩

Laribari

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি জাওয়াদ তাহের

৩৭৫৭১

নবীজির রওজায় আমলের সাওয়াব পাঠানো কি জায়েজ?


২৮ সেপ্টেম্বর, ২০২৩

Gabtali - Adur Bazar Rd

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুসলিম বাংলা ইফতা বিভাগ

৯৮৪১৯

ফিলিস্তিনিদের জন্য আলাদা কোন নামাজ পড়া যাবে কিনা?


৮ এপ্রিল, ২০২৫

সিলেট

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy