আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মসজিদের নিচতলায় খালি রেখে দ্বিতীয় তলায় জামাত আদায়ের বিধান

প্রশ্নঃ ৯৫০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামায়াতে নামাজ পড়ার সময় নিচতলায় কাতার খালি রেখে ওপরের তলায় নামাজ আদায় করলে নামাজ হবে কি?

২৭ জুন, ২০২৫
নবীপুর - শ্রীকাইল সড়ক

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জামাতে নামাজ পড়ার সময় নিচতলায় কাতার খালি রেখে উপরের তলায় নামাজ পড়া মাকরুহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন বিশৃংখলাপূর্ণ কাতার করতে নিষেধ করেছেন।
কাতারের হিসাব শুরু ইমামের পেছনের কাতার থেকে। নীচতলার সবগুলো কাতার পূর্ণ হলে দোতলার কাতারের হিসাব আরম্ভ হবে। সুতরাং নিচতলায় কাতার খালি রেখে দোতলায় নামাজ পড়ার অর্থ হলো নিজের সম্মুখে কাতার খালি রেখে নামাযে দাঁড়ানো।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، - يَعْنِي ابْنَ عَطَاءٍ - عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَتِمُّوا الصَّفَّ الْمُقَدَّمَ ثُمَّ الَّذِي يَلِيهِ فَمَا كَانَ مِنْ نَقْصٍ فَلْيَكُنْ فِي الصَّفِّ الْمُؤَخَّرِ ‏"‏ ‏.

আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা সর্বাগ্রে প্রথম কাতার পূর্ণ করবে, তারপর তার পরবর্তী কাতার পূর্ণ করবে। এরপর কোন অসম্পূর্ণতা থাকলে তা যেন শেষ কাতারে হয়।
—সুনানে আবু দাউদ, হাদীস নং ৬৭১

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন