আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১০১৩৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো ধরুন, আমি বারান্দায় মেঝেতে নামাজ পড়ছি আর আমার সামনে একটা খাটের উপর দু একজন ঘুমিয়ে আছে তাহলে আমার আর খাটের মাঝখানে আড়াল বা সুতরা রাখতে হবে কি? যদি আড়াল বা সুতরা রাখতে হয় তাহলে কিভাবে কোথায় এবং কতটুকু লম্বা রাখতে হবে অথবা ধরুন আমি খাটের উপর নামাজ পড়ছি আর আমার সামনে নিচে মেঝেতে দু একজন ঘুমিয়ে আছে তাহলে আমার এবং মেঝেতে যে ঘুমিয়ে আছে তার মাঝখানে আড়াল বা সুতরা রাখতে হবে কি? যদি আড়াল বা সুতরা রাখতে হয় তাহলে কিভাবে কোথায় এবং কতটুকু লম্বা রাখতে হবে? দয়া করে জানাবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১২ নভেম্বর, ২০২১
West Bengal ৭২১৪০১