আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১০৫০৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছালামু আ'লাইকুম হুজুর, ২টি বিষয় জানার প্রয়োজন ছিল।

১. সম্প্রীতি কুরআনের কাব্য অনুবাদ হয়েছে বাংলায়। কাব্যিক অনুবাদ এর ব্যাপারে আলেমদের মতামত জানতে চাচ্ছি। (এটা নিয়ে বেশ কিছু তর্ক বিতর্ক দেখা দিয়েছে। অনেকে জায়েজ বলছে অনেকে নাজায়েজ বলছে।)

২. ইসমাইল রেহান দা বা হুজুরের লেখা "তারিখে উম্মতে মুসলিমা" বইয়ের অনুবাদ ২টি প্রকাশনী থেকে বের হয়েছে। একটি প্রকাশনী হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছে অন্য প্রকাশনী অনুমতি নেয় নি। তবে ২টি অনুবাদ মাশা আল্লাহ। এখন তাকওয়ার দাবিতে কোন প্রকাশনীরটা কেনা যেতে পারে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৫ নভেম্বর, ২০২১
Dhaka 1212
#১০৩৩৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
গতকাল রাতে এমনেই ইস্তেখারা দোয়া পরে ঘুমাই।কয়েকদিন যাবত অসুস্থ তাই।
স্বপ্নে দেখলাম আমার দাদির বোনের হাসবেন্ড অর্থাৎ আমার দাদা লাগে সম্পর্কে। উনি মারা গেছে আর উনার কুলখানির অনুষ্ঠান করা হচ্ছে।আমি বসে আছি।খাবার বিতরন করছি।
হঠাৎ কি হলো বাইরে গিয়ে দেখি কার জানি বাড়ি নির্মানের সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে।মানে বিল্ডিং তৈরির জিনিস।
আমি দৌড়ে গেলাম একটা বাড়ির গেইট এ।বাড়িটি অপরিচিত। সেই বাসার গেইট এর পাথে অজস্র কুকুর লুকিয়ে আছে।আর রাস্তায় অনেক কুকুর।
এছাড়া একদল মানুষ রাস্তা দৌড়ে যাচ্ছে। তখন কেউ একজন বাসার সাথে ড্রেনে লুকিয়ে থাকা কুকুরদের ধরে বের করতে চায় কিন্তু তারা এতোটাই ক্ষিপ্ত হয়ে যায় চেচামেচি শুরু করে।
কিন্তু অদ্ভুত বিষয় আমি সেই গেইট এ দাঁড়ানো। কুকুর ভয় পাচ্ছিনা তেমন আর কুকুর গুলো এত্ত ক্ষিপ্ত হওয়া শর্তেও আমার কোন ক্ষতি করছে না।

আমি সারাদিন ভাবছি কি দেখলাম,কি ব্যাখ্যা। দয়া করে আমাকে এর ব্যাখ্যা দান করুন শায়েখ।
জাযাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২২ নভেম্বর, ২০২১
শমশেরনগর