আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১২৯৪১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
হুজুর এক মহিলার নিজের হজ্জ করার সামর্থ্য থাকলেও মাহরামের খরচ বহনের সামর্থ্য ছিল না। তখন ঐ মহিলার স্বামীকে তার মা অর্থাৎ মহিলার শ্বাশুড়ী আশ্বাস দিয়েছিল যে শ্বাশুড়ীর মৃত মায়ের বদলি হজ্জ করার জন‍্য তাকে টাকা দিবে। তখন মহিলা চিন্তা করল যে স্বামীকে যেহেতু শ্বাশুড়ী টাকা দিচ্ছে তাই স্বামী স্ত্রী একত্রে হজ্জ করবে। এই উদ্দেশ্য তারা হজ্জের নিবন্ধনও করেন। কিন্তু হঠাৎ করেই শ্বাশুড়ী মত বদল করে জানায় যে তিনি তার ছেলে অর্থাৎ মহিলার স্বামীকে কোনো টাকা দিবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এভাবে আশ্বাস দিয়ে তা ভঙ্গ করার জন্য কি শ্বাশুড়ীর কোনো গুনাহ হবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৫ জানুয়ারী, ২০২২
ঢাকা