আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৭৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১ কোনো বান্দার উপর ৭০ বার রহমতের দৃষ্টি পরলে আল্লাহর রাস্তাই বের হতে পারে এতা নিতান্তই ভুল কথাএই সম্পর্কে আমার জানার ছিল২ যদি কেউ নেককার সন্তান রেখে যায় তাহলে সে কবরে শুয়ে শুয়েই সোয়াব পাবে, আমার প্রশ্ন হলো যে নেককার সন্তান আর দীনদার সন্তান এর মধ্যে কি কোনো পার্থক্য আছে

৩০ অক্টোবর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





১. আপনি যা জেনেছেন তা ঠিক আছে।

২. নেককার সন্তান, দ্বীনদার সন্তান, সুসন্তান সবগুলোই সমার্থক শব্দ। এর দ্বারা মূলত উদ্দেশ্য হলো মুত্তাকী সন্তান। আলেমের শ্রেষ্ঠত্ব আপন জায়গায় স্বতঃসিদ্ধ। আবার আলেম না হয়েও মানুষ মুত্তাকী হতে পারে যদি তার হৃদয়ে আল্লাহ তায়ালার আজাবের ভয়, তার রহমতের আশা, তাঁর ভালোবাসা, রাসুলের সুন্নতের মুহাব্বত থাকে। পক্ষান্তরে যদি কোনো আলেমের মাঝে এই গুণাবলি না থাকে তাহলে সে শুধুই একজন কুলি যে কিছু কিতাব আর হরফের বোঝা বহন করে চলছে।

কাজেই যে সন্তান আল্লাহ ও তার সুন্নতের অনুসারী সেই নেক সন্তান। আশা করছি আপনার উত্তর পেয়েছেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন