আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০০৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১) বাংলাদেশের এক নাস্তিক " বুখারী শরিফ এর ৫৭৩১ " এই হাদিসটিকে নিয়ে মদিনা শরিফ এর বিষয়ে করোনা ভাইরাস এর আক্রমণ নিয়ে মানুষ মারা যাওয়ায় খারাপ মন্তব্য করছে।বিষয়টি একটু বিস্তারিত বলবেন।২)আমি অতি কষ্টের সাথে বলতে বাধ্য হচ্ছি 😓 সামাজিক চলাফেরা একটু স্ট্যাটাস, মানুষের খারাপ চোখ ইত্যাদি কারণে আমাকে আমার বাবা দাড়ি রাখার কোনো অনুমতি দিচ্ছে না, বরং তাকে বুজিয়েও লাভ হচ্ছে না। এখন আমি করবো।

১২ নভেম্বর, ২০২১
গোদনাইল

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





বুখারী শরীফের ৫৭৩১ নং হাদীসে উদ্ধৃত হয়েছে মদিনাতে طاعون ত্বঊন (এক ধরনের ফোড়া বিশেষ, যা বগলে কিংবা শরীরের নরম স্থানে প্রকাশ হয় এবং ব্যাপকভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে মহামারী আকার ধারণ করে) এবং মাসীহ দাজ্জাল প্রবেশ করবে না।

করোনাভাইরাসের কারনে মদীনা মুনাওয়ারাতে ত্বঊন (মহামারী) সৃষ্টি হওয়ার বিষয়টি বিরোধপূর্ণ।

আরবের গবেষক ডঃ আবদুল্লাহ কাবেরের গবেষণা:
طاعون ত্বঊন শব্দের ব্যাখ্যায় হাদীসের ব্যাখ্যাতা ও স্বাস্থ্যবিদদের মাঝে বিরোধ থাকার কারণে করোনাভাইরাসের সময় মদীনা মুনাওয়ারাতে মহামারী দেখা দিয়েছে কিনা এই নিয়ে গবেষকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে।
কিছু গবেষকদের মধ্যে উদ্ভূত হয়েছে যারা বিভিন্ন ধরণের أوبئة তথা দুর্যোগকে ত্বঊন ভেবে বিভ্রান্ত হয়েছেন।
যেমন হাদীসে এসেছে যে, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাঁর সম্মানিত দেহের জন্য বিশ্রামের স্থান হিসাবে নির্বাচিত পবিত্র শহরটি, "এতে প্লেগ প্রবেশ করবে না।"

মদীনায় ত্বঊন (প্লেগ) প্রবেশ করবে না:

গবেষক ডঃ আব্দুল্লাহ কাব বলেন, “মদিনায় করোনাভাইরাস প্রবেশের কারণে অনেক লোক বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং তাদের মধ্যে কেউ কেউ তাদের সহীহ হাদীসে ইমাম বুখারী কর্তৃক বর্ণিত বিখ্যাত হাদীসসহ সহীহ হাদীসের বিরোধিতা করে যে, মদিনায় মহামারী প্রবেশ করেনি। فضائل المدينة "মদিনার গুণাবলী" অধ্যায়ে ১৮৮০ নং হাদীসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন: আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: "ফেরেশতাগণ মদীনার প্রবেশপথের মুখে সতর্ক পাহারায় রয়েছেন, ত্বঊন (প্লেগ) মাসীহ দাজ্জাল এতে প্রবেশ করবে না।"

হাদীসে সুস্পষ্টভাবে طاعون ত্বঊন শব্দ এসেছে। কেউ এর অর্থ করেছেন "প্লেগ" (ব্যাপক ও ভয়াবহ এক রোগের নাম) আবার কেউ কেউ এই শব্দের সরল অনুবাদ করতে গিয়ে "মহামারী" বলে দিয়েছেন।

আসল বিষয় হল "প্লেগ" রোগ অবশ্যই একটি মহামারি। কিন্তু সকল মহামারি "প্লেগ" নয়।
করোনাভাইরাস অনেকের দৃষ্টিতে ব্যাপক মহামারী হলেও এটি কিন্তু প্লেগ রোগ নয়। আবার অনেকের দৃষ্টিতে করোনাভাইরাস মদীনা শরীফে মহামারী আকারে দেখা করেনি।
মদিনা মুনাওয়ারাতে প্রতিদিন মৃত্যুর হার যা ছিল করোনা ভাইরাসের কারণে কোনোভাবে সেই সংখ্যা অতিক্রম করে যায়নি। অথচ কোন রোগ মহামারী হওয়ার জন্য আবশ্যক হল মৃত্যুহার অনেকাংশে বেড়ে যাবে। মানুষ লাশ দাফন করে কূল পাবে না। এ ধরনের পরিস্থিতি কিন্তু মদিনাতে করনা ভাইরাসের দুই বছরে একদিনের জন্যেও হয়নি।
সুতরাং করোনাভাইরাস এর সময়ে মদিনা মুনাওয়ারাতে ব্যাপক অর্থে মহামারী দেখা যায়নি। বিশেষ করে طاعون হাদীসে যে শব্দটি এসেছে সেটি অবশ্যই মদিনাতে আসেনি। সুতরাং হাদীসের বিশুদ্ধতার উপরে কোন ধরনের প্রশ্ন উত্থাপন করার কোনই অবকাশ নেই। বরং ঐ নাস্তিক সে طاعون ত্বঊন বুঝতে ভুল করেছে এবং মহামারীর বিষয়টি অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। আর হাদীসের উপর প্রশ্ন উত্থাপন করেছে তার মূর্খতা প্রকাশ করে দিয়েছে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন