আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৯৭৬১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
স্যার,
আমি এখনো অবিবাহিত।
দুই মাস আগে আমি জানতে পেরেছিলাম যে কেউ যদি শপথ করে যে আমি যদি এমন কাজ করি তবে আমার স্ত্রী তালাকপ্রাপ্ত। এবং তারপর যদি সে তা করে, তার স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যাবে। এবং এক মাস আগে আমি আরেকটি তথ্য জেনেছি যে যদি কেউ শপথ করে যে 'ভবিষ্যতে আমি যাকে বিয়ে করব সে তালাকপ্রাপ্ত।' তারপর সে যখনই কাউকে বিয়ে করবে বিবাহ সম্পন্ন হওয়ার সাথে সাথে তার স্ত্রী তালাকপ্রাপ্ত হবে।
যখন থেকে আমি এটি সম্পর্কে জানতে পেরেছি, তখন থেকেই যখনই আমি কিছু করতে যাই, কিছু অদ্ভুত চিন্তা আমার মনে আসে।
উদাহরণস্বরূপ, যখন আমি আমার খাবার খেতে যাই, তখন আমার মাথায় চিন্তা আসে যে আমি এটা খাব না এবং যদি আমি তা খাই, আমার ভবিষ্যত স্ত্রী তালাকপ্রাপ্ত।
এটি শুধু একটি উদাহরণ। এরকম আরো অনেক ঘটনা আমার সাথে দিনে অনেকবার ঘটে। এবং যখনই আমি আমার মনে আসা শপথ ভঙ্গ করি, আমার ভয় হয় যে, 'আমার ভবিষ্যত স্ত্রী‌ কি ইতিমধ্যে আমার কাছ থেকে তালাকপ্রাপ্ত?'

তাই প্রশ্ন হল-
আমার মনে হয় না যে শপথের কথাগুলো যখন আমার মনে এসেছিল তখন কখনো মৌখিকভাবে তা বলেছি বা ঠোঁট নাড়াচাড়া করেছি। কিন্তু আমি যদি একটু ভয় পাই যে যদি কখনো আমি মুখে উচ্চারণ করে থাকি অথবা ঠোঁট নাড়িয়ে থাকি। কিন্তু আমার তেমন কিছু মনে পরছে না যে আমি এটা মৌখিকভাবে বলেছি অথবা আমি কখনো আমার ঠোঁট নড়িয়েছি যখন আমার মনে ঐ শপথের চিন্তাগুলো আসেছিল।
তাহলে আমার জন্য কি আদেশ? আমি এখন কি করব?
জাযাকাল্লাহু খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ অক্টোবর, ২০২১
ঢাকা
#৯৫৬৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হযরত মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হল! স্বামী যদি কোন কারনে কসম করে স্ত্রীকে বলে যে "আমি আল্লাহর নামে কসম করে বলছি যে যতদিন তোমাকে একটি মোবাইল কিনে না দেব ততদিন তোমাদের কারো (বাবা-ভাই) ফোনে কল দিয়ে তোমার সাথে কথা বলবো না"
তাহলে
ক.স্ত্রীর সাথে যোগাযোগের কোন মাধ্যম আছে কিনা?
খ.স্বামী অন্য কারো সাথে কথা বলে খোঁজ খবর নিলে কসম ভঙ্গ হবে কিনা?
গ.বা যে কোন মাধ্যমে স্ত্রীর সাথে ফোনে কথা বললে কসম ভঙ্গ হবে কিনা?
ঘ. স্ত্রী ফোন করে স্বামীর সাথে কথা বললে স্বামীর কসম ভঙ্গ হবে কিনা?
ঙ. এসএমএসের মাধ্যমে সংবাদ আদান-প্রদান করলে কসম ভঙ্গ হবে কিনা?
চ. স্বামী স্ত্রীকে ফোন কিনে দেওয়ার পর তাদের কারো ফোনে কল দিয়ে স্ত্রীর সাথে কথা বললে কসম ভঙ্গ হবে কিনা?
উল্লেখ্য যে স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করতেছে।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২০ অক্টোবর, ২০২১
২XCC+Q৩W
#৬৭২৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালমুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার অনেকগুলি প্রশ্ন যদিও ছিল কিন্তু এখন খালি একটি প্রশ্ন করতে আমি উদৃত। আশাকরি আমার প্রশ্নের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর মিলবে। কারণ এটি আমার মনে এক অশান্তি সৃষ্টি করেছে।
আসলে আমার স্বামী নামাজ বা দ্বীনের ক্ষেত্রে একদমই আগ্রহ পোষণ করেন না। আমি সবসয়ই অনেক ভাবে বোঝানোর চেষ্টা করি নামাজ পড়ার কথা। ইসলাম সম্বন্ধে জানার চেষ্টা করার কথা। একটু সময় বার করে আরবী শেখার কথা। নামাজ বিশিষ্ঠ দুআ বা সূরা গুলো মুখস্ত করার কথা। বললেই বলে করবো। যদিও একদিন নামাজ পরে ফের দুদিন গ্যাপ দায়। আমি মাঝে মাঝে হয়তো প্রশ্ন করি সারাদিন তো বসে ছিলে কতক্ষন সময় ওই গুলো তে দিলে কোনোদিন বলে অল্পক্ষণ কোনোদিন বলে দেওয়া হয়নি। আমি যদি অতিরিক্ত বলি বলবে সবসময় এক কথা ভালো লাগেনা। এই সব বিষয় নিয়ে আরো কিছু কারণে গতপরশু রাত্রে আমাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। আর আমি রাগের মাথায় ওকে বলি কি যে আমি আর ওকে কোনোদিন এইসব বিষয়ে কোনো কথা বলবো না। ওর নামাজ পড়ার হয় পড়বে নয়তো পড়বে না আমি আর বলবো না। বরং এর মধ্যে আমি এই কথাটি নিয়ে আল্লাহর কসম পর্যন্ত দিয়ে ফেলি যে আর কোনো দিন বলবনা।
এটি আমার মনে এক চরম অশান্তির সৃষ্টি করেছে যে আমি কসম দিয়ে ফেললাম। ওকে আমি আর কিভাবে এই সব বলবো আর তো বলতে পারবোনা বরং আমি আল্লাহর কাছে গনার ভাগীদার হলাম। এবার আমি কি করবো আল্লাহর কাছে দোয়া ছাড়া ওকে নিয়ে।
আমি কিভাবে আমি আল্লাহর কাছে এই বিষয়ে ক্ষমা প্রার্থনা করব আর ওকে কিছু না বলে কিভাবে দ্বীনের প্রতি উৎসাহী করবো। আজকের মত এটি আমার প্রশ্ন উত্তর তাড়াতাড়ি পেলে উপকৃত হব।
অনুরোধ যে আরবী quot না করে উত্তর টা পুরো বাংলায় দেবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৯ জুন, ২০২১
West Bengal ৭০০১১৩