আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৫১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ১টি কবিরা গুনাহে লিপ্ত ছিলাম, -তাই কাজটি ছারার জন্য আমি কসম করে বললাম এই কাজটি আর কোরবো নাহ।কিন্তু দুরভাগ্যবসত ৪ বার কাজটি করে ফেলি। এখন প্রশ্ন -এখন আমার কিভাবে-কী করনিয়/কাফফারা কিভাবে আদায় কোরবো ? -আর কাফফারা আদায় করার পরে সেই গুনাহটি করলে কী আবার কাফফারা আদায় করতে হবে??

২১ নভেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





[১] কাফফারার বর্ণনা :

لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَلٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُہٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَہۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُہُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَاحۡفَظُوۡۤا اَیۡمَانَکُمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ

তোমাদের বৃথা শপথের জন্যে আল্লাহ্ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে কর সেই সকলের জন্যে তিনি তোমাদেরকে দায়ী করবেন। এরপর এর কাফ্ফারা দশজন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান, যা তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও, বা তাদেরকে বস্ত্রদান, কিংবা একজন দাস মুক্তি এবং যার সামর্থ্য নেই তার জন্যে তিনদিন সিয়াম পালন। তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফ্ফারা, তোমরা তোমাদের শপথ রক্ষা কর। এইভাবে আল্লাহ্ তোমাদের জন্যে তাঁর বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর।
—আল মায়িদাহ - ৮৯

[২] কসম করার পর প্রথমবার ব্যাতিক্রম করলে কসম ভেঙ্গে গেল। এরপর ঐ কসম আর ভাঙ্গা হয় না। যেহেতু কসমটি অক্ষত রইল না। যদিও লোকটি ব্যাতিক্রম করতেই থাকে। অবশ্য একবার কসম করার পর যদি আবার কসম করে, এরপর আবার ব্যাতিক্রম করে, তাহলে পুনরায় কসম ভাঙ্গা হবে।
প্রশ্ন উল্লেখিত অবস্থায় কসম ভাঙ্গার কারণে একটি কাফফারাহ দিতে হবে।

والله اعلم بالصواب

মাহমুদুল হাসান মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন