আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৭৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্যার, আমি এখনো অবিবাহিত। দুই মাস আগে আমি জানতে পেরেছিলাম যে কেউ যদি শপথ করে যে আমি যদি এমন কাজ করি তবে আমার স্ত্রী তালাকপ্রাপ্ত। এবং তারপর যদি সে তা করে, তার স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যাবে। এবং এক মাস আগে আমি আরেকটি তথ্য জেনেছি যে যদি কেউ শপথ করে যে 'ভবিষ্যতে আমি যাকে বিয়ে করব সে তালাকপ্রাপ্ত।' তারপর সে যখনই কাউকে বিয়ে করবে বিবাহ সম্পন্ন হওয়ার সাথে সাথে তার স্ত্রী তালাকপ্রাপ্ত হবে। যখন থেকে আমি এটি সম্পর্কে জানতে পেরেছি, তখন থেকেই যখনই আমি কিছু করতে যাই, কিছু অদ্ভুত চিন্তা আমার মনে আসে। উদাহরণস্বরূপ, যখন আমি আমার খাবার খেতে যাই, তখন আমার মাথায় চিন্তা আসে যে আমি এটা খাব না এবং যদি আমি তা খাই, আমার ভবিষ্যত স্ত্রী তালাকপ্রাপ্ত। এটি শুধু একটি উদাহরণ। এরকম আরো অনেক ঘটনা আমার সাথে দিনে অনেকবার ঘটে। এবং যখনই আমি আমার মনে আসা শপথ ভঙ্গ করি, আমার ভয় হয় যে, 'আমার ভবিষ্যত স্ত্রী‌ কি ইতিমধ্যে আমার কাছ থেকে তালাকপ্রাপ্ত?' তাই প্রশ্ন হল- আমার মনে হয় না যে শপথের কথাগুলো যখন আমার মনে এসেছিল তখন কখনো মৌখিকভাবে তা বলেছি বা ঠোঁট নাড়াচাড়া করেছি। কিন্তু আমি যদি একটু ভয় পাই যে যদি কখনো আমি মুখে উচ্চারণ করে থাকি অথবা ঠোঁট নাড়িয়ে থাকি। কিন্তু আমার তেমন কিছু মনে পরছে না যে আমি এটা মৌখিকভাবে বলেছি অথবা আমি কখনো আমার ঠোঁট নড়িয়েছি যখন আমার মনে ঐ শপথের চিন্তাগুলো আসেছিল। তাহলে আমার জন্য কি আদেশ? আমি এখন কি করব? জাযাকাল্লাহু খাইরান

২৯ অক্টোবর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়ালাইকুম আসসালাম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।


প্রিয় ভাই!
আপনার এসব চিন্তা একেবারেই অমূলক। এগুলো মনে স্থান দিবেন না। বিস্তারিত জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখে নিতে পারেন। আশা করছি উপকৃত হবেন ইনশাআল্লাহ।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন