প্রশ্নঃ ৯৫৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হল! স্বামী যদি কোন কারনে কসম করে স্ত্রীকে বলে যে "আমি আল্লাহর নামে কসম করে বলছি যে যতদিন তোমাকে একটি মোবাইল কিনে না দেব ততদিন তোমাদের কারো (বাবা-ভাই) ফোনে কল দিয়ে তোমার সাথে কথা বলবো না"তাহলে ক.স্ত্রীর সাথে যোগাযোগের কোন মাধ্যম আছে কিনা?খ.স্বামী অন্য কারো সাথে কথা বলে খোঁজ খবর নিলে কসম ভঙ্গ হবে কিনা?গ.বা যে কোন মাধ্যমে স্ত্রীর সাথে ফোনে কথা বললে কসম ভঙ্গ হবে কিনা?ঘ. স্ত্রী ফোন করে স্বামীর সাথে কথা বললে স্বামীর কসম ভঙ্গ হবে কিনা?ঙ. এসএমএসের মাধ্যমে সংবাদ আদান-প্রদান করলে কসম ভঙ্গ হবে কিনা?চ. স্বামী স্ত্রীকে ফোন কিনে দেওয়ার পর তাদের কারো ফোনে কল দিয়ে স্ত্রীর সাথে কথা বললে কসম ভঙ্গ হবে কিনা?উল্লেখ্য যে স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করতেছে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيم
উত্তর ক, খ ও গ: প্রশ্নের বর্ণনা থেকে বুঝা যায় স্বামীর উদ্দেশ্য ছিল স্ত্রীর কোনো আত্মীয়ের ফোনে কল করে স্ত্রীর সাথে কথা না বলা। যদি তাই হয় , তাহলে অন্য কারও ফোনে কল করে কথা বললে কোনো অসুবিধা নাই। তবে এর দ্বারা যদি তিনি এই উদ্দেশ্য নিয়ে থাকেন যে, অন্য কোনো মানুষের ফোনে কল করে স্ত্রীর সথে কথা না বলা। অতপর তিনি অন্য কারো ফোনে কল করে স্ত্রীর সাথে কথা বলেছেন তাহলে তিনি কসম ভঙ্গকারী হিসেবে বিবেচিত হবেন। (নিয়ত একান্তই দিলের ব্যাপার। যা আল্লাহ ও বান্দার মাঝেই সীমাবদ্ধ। এখানে মিথ্যা বলে নিজের ইমানের সাথে ধোকাবাজী করা বৈকি?)
#ঘ.প্রশ্নের বর্ণনায় বুঝা যায় স্বামীর উদ্দেশ্য ছিল স্ত্রীর সাথে যোগাযোগ না করা। কাজেই সেক্ষেত্রে যদি স্ত্রী ফোন করে কথা বলে তাহলেও স্বামীর কসম ভঙ্গ হয়ে যাবে।
#ঙ.এটাও সম্পূর্ণ স্বামীর নিয়তের ওপর নির্ভরশীল। যদি উদ্দেশ্য হয় (মোবাইলের মাধ্যমে) যোগাযোগ রক্ষা না করা। তাহলে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করলেও কসম ভঙ্গকারী হিসেবে বিবেচিত হবেন।
চ. না। ফোন কিনে দেওয়ার পর তাদের ফোনো কথা বলতে কোনো সমস্যা নাই।
والله أعلم وعلمه أتم
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন