আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কসমের কাফফারা আদায়ের পদ্ধতি

প্রশ্নঃ ১৯৫৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ,, আমি যদি কসমের কাফফারা আদায়ের ক্ষেত্রে দশ জন মিসকিনকে দু বেলা খাবার খাওয়ানোর পরিবর্তে বিষজন মিসকিন বা তার চেয়েও বেশি লোককে এক বেলা খাবার খাওয়াই বা খাবারের খরচ হিসাবে তাদের হাতে টাকা দেই তাহলে কাফফারা আদায় হবে কিনা? (আমাদের গ্রামের হাফেজি মাদরাসায় দুইজন শিক্ষক সহ 20/25 এরও অধিক ছাত্র আছে যারা কিনা অধিকাংশই গরিব পরিবারের ইয়াতিম মিসকিন, এদের মধ্যে শুধু দশ জন কে খাবার খাওয়ানোটা একটু অন্যরকম মনে হচ্ছে, তাই আমি চাচ্ছি শিক্ষক সহ মাদরাসার সকল ছাত্রকে এক বেলা খাবার খাওয়াবো) এতে করে আমার কসমের কাফফারা আদায় হবে কি না? জানিয়ে বাধিত করবেন। জাযাকাল্লহু খইরন।

২৮ ডিসেম্বর, ২০২৩
Tarumi, Kobe, Hyogo, Japan

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কসমের কাফফারা আদায়ের পদ্ধতি
لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ الْأَيْمَانَ ۖ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ [٥:٨٩

আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক। অথবা,তাদেরকে বস্তু প্রদান করবে অথবা,একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না,সে তিন দিন রোযা রাখবে। এটা কাফফরা তোমাদের শপথের,যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। {সূরা মায়িদা-৮৯}

অর্থাৎ ব্যক্তি তার পরিবারকে নিয়ে মধ্যম ধরণের যে খাবার গ্রহণ করে এমন খাবার দশজন মিসকিনকে দুই বেলা খাইয়ে দিবে। অথবা কাপড় দিয়ে দিবে।

সদকায়ে ফিতির পরিমাণ টাকাকে একদিনের খরচ ধরা হবে। সেই হিসেবে সদকায়ে ফিতর পরিমাণকে দশ দিয়ে গুণ দিলে যত টাকা হয়,তাই হবে কসমের কাফফারা।
শুধুমাত্র গরীব মিসকিন যারা প্রকৃতপক্ষে হকদার তারাই খেতে পারবে
সুতরাং ২০ জন গরীব মিসকিনকে এক বেলা খাওয়ে দিলে কাফফারা আদায় হয়ে যাবে।
আর বাকী যারা কাফফারা খাওয়ার হকদার না তাদের জন্য হাদিয়া বা মোহমানদারির নিয়ত করবে।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন