আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৯৯৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার কথা গুলো ধৈর্য্য ধরে শোনার অনুরোধ রইলো , আমার বয়স ১৫ বছর আমি পাঁচ ওয়াকত নামাজ করি আমি সব কিছু তেই আল্লাহ র উপর ভরসা রাখি তবে একদিন আমার দিন টা অনেক খারাপ কাটে ফলে আমি ভরষা হারিয়ে আল্লাহ কে উল্টা পাল্টা কথা বলেছি আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুক আবার আমি হিন্দু ও হয়ে গেছিলাম তারপর বুঝতে পেরে আবার আমি মুসলিম হয়ে আল্লাহ র কাছে মাফ চাই, হুজুর আল্লাহ কী আমাকে মাফ করবে? কারণ আমি ছোট বুজি না পড়ে বুঝতে পেরে আল্লাহ র কাছে মাফ চাই। হুজুর বলবেন যে আল্লাহ কি আমাকে জীবনেও ক্ষমা করবেন না আমি তো কুফরী করেছি আমি তো শিরক করেছি আল্লাহ কী মাফ করবে? দয়া করে উত্তর টা দিবেন। দোয়া করবেন আমার জন্য।
আসসালামুয়ালাইকুম
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৪ জুলাই, ২০২২
ঢাকা
#১৯৮২১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার মা বাবা আমাকে কিছু অর্থ ইসলামিক ব্যাংক এ ডিপোজিট করে দিয়েছেন বলেছেন এর লাভ আমার প্রয়োজনে খরচের কথা বলেছেন কিন্তু মূল টাকার ব্যাপারে অখনো ওনাদের মত ছাড়া খরচ করতে অনুমতি দেন নি ।আমার স্বামীর ইনকাম দিয়া আমাদের সংসার চলেনা আখন আমি জানতে চাচ্ছি যে আমি এই ইনকাম এর টাকা সমীর সংসারে খরচ করলে গুনাহ হবে সুদ খাবার।আমি আমার শশুর বাড়ী থেকে আলাদা থাকি ।অনেকে বলে যেহেতু সংসারের দায়িত্ব তোমার না সমীর সেখানে গুনাহ হবেনা ।আমাকে সঠিক মাসায়েলটা জানাবেন দয়া করে
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
২৮ জুন, ২০২২
ঢাকা
#১৮৮৫৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সূত্রঃ
https://play.google.com/store/apps/details?id=com.tos.namajtime

প্রশ্নঃ
১৫৯৫৯.
নিম্নে হাদিসটি ব্যাখ্যা জানতে চাচ্ছি,এখানে ঝাড়ফুঁক না নেওয়ার বিষয় বলা হয়েছে? এটাতে কী বুঝানো হয়েছে?



৩৪৩৩. (আল্লাহ তা’আলার বাণীঃ) আর যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবে, তার জন্য তিনিই যথেষ্ট।

৬০২৮। ইসহাক (রাহঃ) ... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার লোক বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করবে। তারা হবে এমন লোক- যারা ঝাড়ফুঁকের শরণাপন্ন হয় না, কুযাত্রা মানে না এবং নিজেদের প্রতিপালকের উপরই ভরসা রাখে।

—সহীহ বুখারী, ইফা নং ৬০২৮

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন

বিঃদ্রঃ এ একই প্রশ্ন করেছিলাম কিন্তু সঠিক উত্তর পাই নেই কেননা রোজার প্রশ্ন-উত্তরের কারনে। আশা করছি এবার উত্তর পাব।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
২৯ মে, ২০২২
ঢাকা