প্রশ্নঃ ১৯৯৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কথা গুলো ধৈর্য্য ধরে শোনার অনুরোধ রইলো , আমার বয়স ১৫ বছর আমি পাঁচ ওয়াকত নামাজ করি আমি সব কিছু তেই আল্লাহ র উপর ভরসা রাখি তবে একদিন আমার দিন টা অনেক খারাপ কাটে ফলে আমি ভরষা হারিয়ে আল্লাহ কে উল্টা পাল্টা কথা বলেছি আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুক আবার আমি হিন্দু ও হয়ে গেছিলাম তারপর বুঝতে পেরে আবার আমি মুসলিম হয়ে আল্লাহ র কাছে মাফ চাই, হুজুর আল্লাহ কী আমাকে মাফ করবে? কারণ আমি ছোট বুজি না পড়ে বুঝতে পেরে আল্লাহ র কাছে মাফ চাই। হুজুর বলবেন যে আল্লাহ কি আমাকে জীবনেও ক্ষমা করবেন না আমি তো কুফরী করেছি আমি তো শিরক করেছি আল্লাহ কী মাফ করবে? দয়া করে উত্তর টা দিবেন। দোয়া করবেন আমার জন্য।আসসালামুয়ালাইকুম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তায়ালা রাহমানির রাহিম। তিনি চির ক্ষমাশীল। বান্দার সকল গুনাহ একমাত্র তিনিই ক্ষমা করেন।
আল্লাহ তায়ালা গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন। কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহ তায়ালার দরবারে তাওবা কর। নিশ্চয়ই তোমরা সফল হবে। (সুরা নুর ৩১)
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعاً إنه هو الغفور الرحيم (الزمر: 53) .
বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’।
প্রিয় প্রশ্নকারী!
আপনি আল্লাহ তায়ালার রহমত থেকে নিরাশ হবেন না। আপনি যেই গুনাহ করেছেন তার জন্য কায়মনোবাক্যে আল্লাহ তায়ালার দরবারে তাওবা করুন। এবং ভবিষ্যতে এজাতীয় গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হোন। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা মাফ করে দিবেন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন