আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২০৪৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর, আমি জানতে চায় পবিত্রতা আর পরিষ্কার মধ্যে কি পার্থক্য, জানালে অনেক উপকৃত হব।

১৮ জুলাই, ২০২২
৫RJP+৭৯৪

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




পবিত্রতা আর পরিষ্কার দুইটা পারস্পরিক শব্দ এই দুইটার মধ্যে তেমন কোন পার্থক্য নেই তবে দু-একটি পার্থক্য বলা যেতে পারে
১/ পবিত্রতার সংজ্ঞা শরীয়ত কর্তৃক নির্ধারিত
পক্ষান্তরে পরিষ্কার এর সংজ্ঞা শরীয়ত কর্তৃক নির্ধারিত নয়।
২/ পবিত্রতা এটা শুধুমাত্র মুসলমানদের সাথে খাস পক্ষান্তরে পরিষ্কার এটা মুসলমানদের সাথে খাস নয়।
৩/ পবিত্র হতে হলে শরীয়ত যেভাবে বলেছে সেভাবে করতে হবে পক্ষান্তরে পরিষ্কার এটা নিজের মন মত করতে পারবে।
৪/ ইবাদত করার জন্য পবিত্রতা শর্ত পক্ষান্তরে পরিষ্কার হওয়া শর্ত না
৫/ একজন মানুষ পবিত্র কিনা সেটা নিজেই জানে দেখা যায় না অন্তরে থাকে পক্ষান্তরে পরিষ্কার জিনিস টা দেখা যায়।
এছাড়াও আরো কিছু পার্থক্য আছে।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর