আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৯৮৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ٱلسَّلَامُ عَلَيْكمْআশা করি, আপনি ভালো আছেন। আমার প্রশ্ন টা হলো যে, সূরা কাহফে আল্লাহ তায়ালা যে ৪টি গল্প বলেছেন সেগুলো কোন‌ বইয়ে পাবো?

২৩ জুন, ২০২২
ঢাকা ১২১২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





মুহতারাম, সুরা কাহফের ঘটনাবলী নিয়ে উর্দুতে সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. রচিত معركه ايمان وماديت স্বতন্ত্র কিতাব আছে।

আর বাংলাতে নিম্নের কিতাব গুলোতে দেখুনঃ

১- আল্লামা হাফেয ইবনে কাসীর রাহ.-এর আলবিদায়া ওয়ান নিহায়া (ইফাবা অনূদিত) পুরোটা এবং এর প্রথম দুই খণ্ড, যা কাসাসুল আম্বিয়া শিরোনামে স্বতন্ত্রভাবেও ছেপেছে তা অধ্যয়ন করতে পারেন।

২- মাওলানা হিফযুর রহমান সিওহারবী এর কাসাসুল কুরআন-
কাসাসুল কুরআন কালেকশন (নবী-রাসুল সিরিজ) (১ থেকে ১১ খণ্ড) মাওলানা হিফযুর রহমান সিওহারবী রহ.,আবদুস সাত্তার আইনী (অনুবাদক) , মাকতাবাতুল ইসলাম (সম্পাদক)
"কাসাসুল কুরআন বইটি সম্পর্কে কিছু কথা:
কুরআনে বর্ণিত ঘটনাবলির অধিকাংশই প্রাচীনকালের বিভিন্ন জাতি-গোষ্ঠী ও তাদের প্রতি প্রেরিত নবি-রাসুল (সা.) সম্পর্কিত। দুঃখের বিষয় হলো, সেই জাতি-গোষ্ঠীর পরিচয় ও নাবি-রাসূলদের জীবন-চরিত সম্পর্কে আমাদের অনেকেরই স্বচ্ছ জ্ঞান নেই। বরং উদ্ভট গল্প কাহিনীগুলোই লোকমুখে বেশি প্রচলিত।
১১ খণ্ডের এ বইয়ে কুরআনে বর্ণিত বিভিন্ন নাবি-রাসূল ও ঐতিহাসিক জাতি-গোষ্ঠীর পরিচয়, সময়কাল, তাদের কর্ম ও জীবনের ওপর স্বার্থক আলোকপাত করা হয়েছে।

৩-- কাসাসুল আম্বিয়া by আল্লামা ইবনে কাছীর (রহ.) , মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন।
৪-- নবীদের কাহিনী by সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.।
৫- আরযুল কুরআন- সুলাইমান নদভী রহঃ

এছাড়াও তাফসীর গ্রন্থ সমূহে সুরা কাহফের তাফসীরে এ বিষয়ে বিস্তারিত পাবেন।

১- তাফসীরে মারেফুল কুরআন (১-৮ খণ্ড)
মুলঃ মুফতি মুহাম্মদ শফী (রহঃ) - ইফাবা।
২- তাফসীরে ইবনে কাসীর রহঃ (ইফাবা)

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন