আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৭০০৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
★আমি জেনারেল লাইন এর ছাত্র। এখন এখানে প্রতিটা পদে পদে নারী ফিতনা। স্কুল, প্রাইভেট এ গেলেই যেনো ঈমান কমায় নিয়ে বাড়ি আসি। তাই আমার ভালো লাগে না এমন পড়ালেখার জীবন। আবার বাড়ি থেকেও ঝামেলা করে। এখন ক্বওমি মাদ্রাসায় কি আমি এমনভাবে ssc দিয়ে কোথাও ভর্তি হতে পারব?আর যদি ভর্তি হবার সুযোগ থাকে তো বাবা মার আদের উপেক্ষা করে কি তা পারব?।।এইস এস সি তে আরো বড় ফিতনা ছেলে মেয়ে একই বেঞ্চে বসে...
★চার বা তিন রাকাত বিশিষ্ট নামাজে আমি ভুলে ১ম বৈঠক না করে ঊঠে গেলে, বসা উচিত না। কিন্তু কেউ যদি সাথে সাথে বসে অথবা কিছুদুর কিরাত পড়ার পর বা কিরাত না পড়ে কিছুক্ষন ভেবে তারপর বসে তাহলে কি নামাজ ফাসিব বা সাহু সেজ, দিতে হবে?[আর কিছুদুর কিরাত পাঠ ও কিছুক্ষন ভাবার ক্ষেত্রে মোট কত সময় হলে দেরি হলে?]
★দোয়া কুন্নুত,দোয়া মাসূরা ও তাশাহহুদ এ ওয়াকফ কি যেকোন স্থানে করে না মিলিয়ে পড়া যায়? [ যেমনঃ কুন্নুত এ যদি নাস্তা'ইনুক এ যদি থামি।তাহলে কি আবার মিলাতে হবে?]
★বালতির পানিতে নাপাক কাপড় ভিজালে পানি নাপাক হয়ে যায়। এখন কতটুকু নাপাকি বা কোন নাপাকি?[যেমন ধরুন মযি..বা পেসাব এর ছিটা ফোটা লাগা কাপড়,,বা পেসাব কতটুকু লাগলে? এবং মল ও মানির ক্ষেত্রে কি বিধান?]...এমনভাবে বালতির পানি নাপাক হওয়ার পর সেই পানি ফেলে দেওয়ার পর যে পানি বালতির গায়ে থাকে তা কি নাপাক? আর ঐ নাপাক পানিতে হাত চোবানোর পর হাতে যে নাপাক পানি লাগে তার ক্ষেত্রে?
★বিপদগ্রস্ত ব্যক্তি ক্ষেত্রে সাহায্যে-সামর্থ্যবান এর সাহায্য পাওয়া কি অধিকার? আর তা হোক বা না হোক বিপদগ্রস্ত ব্যক্তি যদি ঐ ব্যাক্তিকে গালি বা অনির্দিষ্ট ভাবে অভিসম্পাত করে[ যেমন, সকল সাহায্যে সামর্থ্যবান ব্যাক্তি যারা সাহায্য করে না তাদের উপর অভিসাপ -এমন],, তাহলে তা কতটুকু শরিয়ত সম্মত?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৯ এপ্রিল, ২০২২
ফুলতলা
#১৪৩৪২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় হুজুর আপনার কাছে থেকে আমি জানতে চাই আমরা জাল হাদীস কে কি ভাবে চিনবো। যেমন ধরেন আমার বন্ধু একটা হাদীস বললো এবং সে আরও বললো এটা হাদীসে আছে এবং এটা সহীহ হাদীস তো এখন আমি কি ভাবে বিশ্বাস করবো যে সেটা আসলে সহীহ হাদীস তাই যদি আপনে আমাকে জাল হাদীস চিনার জন্য কিছু তথ্য দিতেন অনেক উপকার হতো। কারন কোনটা জাল হাদীস আর কোনটা সহীহ হাদীস সেটা আমি বুঝতে বা চিনতে পারি না সে জন্য আপনে যদি কোন তথ্য বা কিছু বইয়ে ন বলতেন যে গুলো পড়লে জাল হাদীস চিনা যাও তো আমার জন্য অনেক ভালো হতো। আশা করি উত্তর টা পাবো
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২ মার্চ, ২০২২
গাবতলী