আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৪৩৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় হুজুর আপনার কাছে থেকে আমি জানতে চাই আমরা জাল হাদীস কে কি ভাবে চিনবো। যেমন ধরেন আমার বন্ধু একটা হাদীস বললো এবং সে আরও বললো এটা হাদীসে আছে এবং এটা সহীহ হাদীস তো এখন আমি কি ভাবে বিশ্বাস করবো যে সেটা আসলে সহীহ হাদীস তাই যদি আপনে আমাকে জাল হাদীস চিনার জন্য কিছু তথ্য দিতেন অনেক উপকার হতো। কারন কোনটা জাল হাদীস আর কোনটা সহীহ হাদীস সেটা আমি বুঝতে বা চিনতে পারি না সে জন্য আপনে যদি কোন তথ্য বা কিছু বইয়ে ন বলতেন যে গুলো পড়লে জাল হাদীস চিনা যাও তো আমার জন্য অনেক ভালো হতো। আশা করি উত্তর টা পাবো

২ মার্চ, ২০২২
গাবতলী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সম্মানিত প্রশ্নকারী!
আসলে সহিহ, জয়িফ, জাল ইত্যাদি এগুলো হচ্ছে হাদীসের শাস্ত্রীয় পরিভাষা যা সম্পর্কে কেবল হাদীস বিশারদগণই অবগত। যা নির্ধারণ করতে গিয়ে হাদীস বিশারদগণ তাদের সমগ্র জীবন ওয়াকফ করে দিয়েছেন। শাস্ত্রীয় ব্যক্তি নন এমন কারও জন্য বিষয়টি বুঝা বা অনুধাবন করা সম্ভব নয়। এমনকি যদি কেউ প্রচলিত অর্থে আলেমও হয়ে যায় কিন্তু হাদিস শাস্ত্রে তার বুৎপত্তি না থাকে তাহলে তার জন্যও এগুলো বোঝা কঠিন।

কাজেই আমার আপনার জন্য করণীয় হলো এসব শাস্ত্রীয় সংগার পেছনে না পড়ে কুরআন সুন্নাহের আলোকে হক্কানি ওলামায়ে কেরামের প্রদর্শিত পদ্ধতিতে আমল করা। আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন