আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৬০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম...মুসলমানরা কোন কাজের শুরুতে আল্লাহর নাম না বলে অন্য কারো নাম বললে কি সেটা শিরক হবে?বিঃদ্রঃ "ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি" এই লাইন দুটি বলা কি শিরক হবে?

২১ মে, ২০২২
নারায়ণগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





যে কোনো বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম রীতি ও সুন্নাত। শুধু তা-ই নয়, সব বৈধ কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা ইসলামি সভ্যতা ও সংস্কৃতির অন্যতম পরিচায়কও বটে।
হাদিস শরিফে এসেছে-
كل أمر ذي بال لا يبدأ فيه ببسم الله فهو أبتر أقطع أجذم
বিসমিল্লাহ ছাড়া যে কাজ শুরু করা হয় তা বিকলাঙ্গ , হাত কাটা ও অপূর্ণঙ্গ থাকে। কাজেই মুসলিমের প্রতিটি বৈধ কাজই হতে হবে বিসমিল্লাহ এর সাথে। আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে কাজ শুরু করা অবশ্যই শিরিকের অন্তর্ভূক্ত। তবে হারাম বা মাকরূহ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হারাম বরং তা আল্লাহর সাথে ধৃষ্টতা প্রদর্শনের শামিল।

প্রশ্নোক্ত গানটি মূলত রাসূলুল্লাহ সা. এর প্রতি মুহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। এতে কেউ তাকে মাবুদ মনে করে না। আর কিছু কিছু বাক্য বাহ্যিক দৃষ্টিতে দোষনীয় মনে হলেও কাব্যশাস্ত্রে সেগুলো দোষনীয় নয়। কাজেই সেই দৃষ্টিকোণ থেকেও এই কবিতা বা নাতটি দোষণীয় নয়।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন