আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২০৮৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাত জানার বিষয় হল, আপনাদের এপসে এমন কিতাব ও রাখছেন যে গুলো নিয়ে বড় বড় মুহাদ্দিস গন বলছে এই গুলো মানা যাবে না,, যেমন, ফাজায়েলে আমল, এটা তো আমার জানা মতে একটা বেদাতি কিতাব,, তার মানে কি আপনারা আমাদের জাহান্নামে নেওয়ার চিম্তা করতেছেন,,

২৭ জুলাই, ২০২২
Makkah ২৪২৫৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সম্মানিত প্রশ্নকারী!
ফাযায়েলে আমাল” কিতাবটি পড়া, তালীম করা ও আমল করা যাবে। এটা ভিন্ন কোন বই নয়, বরং নবীজী সাঃ থেকে বর্ণিত বিষয় ভিত্তিক (ফাযায়েল সংক্রান্ত) হাদীসসমূহের এক অনবদ্য সংকলন এটি।

শাইখুল হাদীস আল্লামা শায়েখ জাকারিয়া রহঃ এর লিখা “ফাযায়েলে আমাল” কিতাবটিতে তিনি ফাযায়েল সম্পর্কিত বেশ কিছু হাদীস বিভিন্ন হাদীসের কিতাব থেকে একত্র করেছেন। এখানে তিনি নিজ থেকে কোনো কিছু যুক্ত করেননি। বরং হাদিস ও আসারে যা আছে তা তিনি সঙ্কলন করেছেন মাত্র। সেই সাথে বুযুর্গানে দ্বীনের জীবনে ঘটে যাওয়া ঈমান উদ্দীপক কিছু ঘটনা উদ্ধৃত করেছেন।

ঘটনা মূলত ঘটনাই। এর দ্বারা কোন বিধান সাব্যস্ত হয়না। আর বুযুর্গানে দ্বীন থেকে ঘটিত আশ্চর্য ঘটনাবলী কোন শরয়ী দলিল নয়, কিন্তু ঈমান উদ্দীপক। যার মাধ্যমে আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়।

আপনি বলেছেন এটা বিদয়াতি কিতাব। কিন্তু আমাদের জানামতে কোনো মুহাদ্দিস (হাদিস শাস্ত্রবীদ) তো দূরে থাকুক সমগ্র পৃথিবীর নির্ভযোগ্য কোনো আলিমও এটিকে বিদয়াতি কিতাব বলেননি। বা বলার কারণও নেই।

আমরা আপানাকে (নাউজুবিল্লাহ) জাহান্নামে পাঠাতে চাই” কোনো মুসলিমের ব্যাপারে এই কথা চিন্তা করাও ঠিক নয়। আল্লাহ তায়ালা আমাদের একসাথে জান্নাতে থাকার তাওফিক দান করুন। আমাদের ভুলত্রুটি মাফ করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন