আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৪৮৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন: ১) আমি কাজী অফিসে বিয়ে করছি। ওখানে আমার স্ত্রীর বাবা/ভাই উপস্থিত ছিলেন না, কিন্তু তার কাকা ও দুই ভাবী উপস্থিত ছিলেন। আর ওদের পরিবারের সবাই আমাদের সম্পর্কের কথা আগে থেকেই জানতো ও রাজি ছিলো কিন্তু ওর বাবা কে বিয়ের কথাটা পরে জানানো হয়েছে। বিয়ে টা বৈধ?

প্রশ্ন: ২) দেনমোহর এর কোন টাকা আমি দেই নি এখনো। আমার স্ত্রী বলছে দেয়া লাগবে না। মাফ করে দিছে। আর আমার কাছে নগদ অত টাকাও নাই। এখন এই টাকা কি মাফ হইছে?

প্রশ্ন: ৩) তালাক দেয়ার জন্য মুখে "তালাক" উচ্চারন করা লাগে নাকি শুধু ডিভোর্স পেপারে স্বাক্ষর দিলেই হয়?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৭ নভেম্বর, ২০২০
খোকসা
#৩৪৬২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি একজন ছাত্র তবলীগ করি আমি বিয়ে করতে চাইছি?
প্রশ্ন হলো:-
১.কোরআন সুন্নাহ অনুযায়ী একজন মুসলমানের বিয়েতে কী কী করণীয়?
২.কোরআন সুন্নাহ অনুযায়ী বিয়েতে নারী ও পুরুষের পরিবার-পরিজনের কী কী করণীয় বা মেয়ের বাড়িতে কতজন এবং জামায়ের সাথে কে কে যেতে পারবে বা মেয়ের।এসকল কিছুর হুকুম কী?
৩.বসার রাতে কী কী করণীয়?
-প্রশ্ন যদিও বুঝিয়ে করতে পারিনি এর জন্য হ্মমা চায় - আমি একটু বিয়ের ব্যাপারে সু-স্পষ্ট হুকুম কী কী আর কী কী বর্জনীয় জানতে চাই।
দয়া করে যদি একটু জানাতেন খুব উপকৃত হতাম।
আপনাকে অগ্রিম ধন্যবাদ এবং আপনার জন্য দোয়া রইলো।
বি:দ্র:- আমি আল্লাহর দ্বীন মানার চেষ্টা করি।

আসসালামুয়ালাইকুম
আল্লাহ-হাফেজ
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৫ নভেম্বর, ২০২০
ময়মনসিংহ
#৩৪৫২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর অনুগ্রহ করে আমার উত্তর টা দিলে আমি অনেক উপকৃত হব।
আমার বোন বাবা মা কে না জানিয়ে গোপনে বিয়ে করে এবং বাবা মা কে এই বিষয়ে কিচ্ছু জানায় নাই এবং আমার বাবা অন্য জায়গায় থেকে তার বিয়ের কথা জানতে পায় এবং আমার বাবা কোন ভাবেই এই বিয়ে মেনে নিতে রাজি না। তাই আমার বোন ওই ছেলের থেকে দূরে সরে আসে এবং ও ওর ভুল বুঝতে পারে এবং ওই ছেলের থেকে তালাক চাই কিন্তু ওই ছেলে তালাক দিতে রাজি হয় নাই এবং আমার বাবা অন্য জায়গায় তালাক ছাড়া আমার বোন কে বিয়ে দেয়।

বিয়ের ৬ মাস পরে আমার বোন ওই ছেলের সাথে কথা বলে এবং ওই ছেলে তালাক দিতে রাজি হয় ওই ছেলে আমার বোন কে আল্লাহ কসম দিয়ে বলে যে সে আমার বোন কে আর চায় না এবং আমার বোন কে মুক্তি করে দিয়েছে এবং ওই ছেলে আমার বোন কে তালাক দিতে বলে এবং আমার বন তালাক তালাক তালাক বলে এবং ওই ছেলে রাজি হয় তালাক এ। এই পুরো বিষয় টা আমরা বোন আমাদের এলাকার এক হুজুর সাথে বলে এবং হুজুর ওই ছেলের সাথে কথা বলে এবং ওই ছেলে আমার বোন কে ওই হুজুর এর সামনে তালাক দেয়,, এবং হুজুর ৩ মাস পরে আমার বাবা মা যেই ছেলের সাথে বিয়ে দিয়েছে তার সাথে নতুন করে শুধু ইজাব আর কবুল টা পরায়। তাহলে কি আমার বোন এর ২ বিয়েটা ঠিক ও সহি আছে।
+8801687000455
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৪ নভেম্বর, ২০২০
ঢাকা