আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৮১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। একটা বিষয় সম্পর্কে জানা খুবই জরুরি। আমি কোনো জায়গা থেকে সঠিক ধারনা পাচ্ছি না।  আমি একজনকে পচ্ছন্দ করি। আমার পিতা মাতা ও ছেলেটাকে পচ্ছন্দ করে। কিন্তু জব না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলছেন। কিন্তু যেনার ভয়ে আমার পিতা মাতা না জানিয়ে বিয়ে করেছি।অামার বড় বোন দুলাভাই জানে। এখন আমি চিন্তিত যে বিয়েটা বৈধ হয়েছে কিনা।আমি যেনার ভয় পাচ্ছি।

৫ ডিসেম্বর, ২০২০
কুষ্টিয়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বিবাহ-শাদী শরীয়তের একটি বিধান। যার সাথে সামাজিকতাও সংশ্লিষ্ট। এখানে শরীয়তের বিধানগুলো যেভাবে মানতে হবে। তদ্রূপ শরীয়ত কর্তৃক সমর্থিত কিছু সামাজিকতাও রক্ষা করা উচিত।
অতএব নিজের পরিবার ও মুরুব্বিদের সম্মতিতে বিবাহ হলে দাম্পত্য জীবনের ফায়দা পূর্ণরূপে অর্জন করা সম্ভব। পালিয়ে বা গোপনে বিবাহের অধিকাংশ ফলাফল হল বিচ্ছেদ অথবা দীর্ঘজীবন কষ্টের গ্লানি বয়ে বেড়ানো।
এ ছাড়া বিবাহ সহীহ হওয়ার জন্য নূন্যতম দুজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন নারীর সাক্ষী হিসেবে উপস্থিত থাকা, স্ত্রীর জন্য স্বামীর উপর দেনমোহর ধার্য করা আবশ্যক।
উপরোক্ত শর্ত পূরণ করে আপনার বিবাহ সম্পাদন হয়ে থাকলে বিবাহ সহীহ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিবারের স্বীকৃতি ও সমর্থন নিয়ে দাম্পত্য জীবন শুরু করে দিন। চারিত্রিক পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিবাহ করে থাকলে আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই সাহায্য করবেন।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلَاثَةٌ كُلُّهُمْ حَقٌّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ: عَوْنُهُ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَافَ، وَالْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الْأَدَاءَ "

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তিন ব্যক্তি এমন যে, যাদের প্রত্যেককে সাহায্য করা মহান মহীয়ান আল্লাহ্‌র উপর অর্পিত (তিনি দায়িত্বরূপে গ্রহণ করেছেন)। আল্লাহ্‌র রাস্তায় মুজাহিদ, যে বিবাহকারী চারিত্রিক পবিত্রতা (হারাম থেকে আত্মরক্ষার) উদ্দেশ্য বিবাহ করে, যে মুকাতাব (বিশেষ পরিমাণ অর্থ প্রদানের মাধ্যমে মুক্তি লাভের চুক্তিবদ্ধ) গোলাম কিতাবাতের (মুক্তি চুক্তির) অর্থ আদায়ের ইচ্ছা রাখে।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৩১২০

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন