আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৮৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেনমোহর কেমন ধার্য্য করা উচিত যদি কুরআন হাদিসের আলোকে জানাতে?

২৩ ডিসেম্বর, ২০২০
৮৬৪৫-৮৬৮১ اليمانية، حوايا الشمالية، الطائف ২৬৫১৩، السعودية (SA)

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


দেনমোহর খুব বেশি ধার্য হওয়া কাম্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সকল স্ত্রীদেরকে মোহর দিয়েছেন এবং নিজের মেয়েদেরকে যে মহরে বিবাহ দিয়েছেন তা ছিল পাঁচশত দিরহাম। বর্তমান হিসেব অনুযায়ী যার সর্বোচ্চ পরিমাণ হল একশত পঞ্চাশ ভরি রুপা। কাছাকাছি বাজার হতে এর মূল্য জেনে নিতে পারেন। (আনুমানিক দেড় লক্ষ টাকা)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ - رضى الله عنها - عَنْ صَدَاقِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ ثِنْتَا عَشْرَةَ أُوقِيَّةً وَنَشٌّ ‏.‏ فَقُلْتُ وَمَا نَشٌّ قَالَتْ نِصْفُ أُوقِيَّةٍ ‏.‏

আবূ সালামাহ (রহঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমি ‘আয়িশাহ (রাঃ)-কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর (স্ত্রীদের) মোহরানা সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘বারো ঊকিয়া ও এক নাস্স।’ আমি বললাম, ‘নাস্স্’ কি? তিনি বললেন, এক ঊকিয়ার অর্ধেক।
সুনানে আবু দাউদ, হাদিস নং ২১০৫

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন