প্রশ্নঃ ৩৪৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর অনুগ্রহ করে আমার উত্তর টা দিলে আমি অনেক উপকৃত হব। আমার বোন বাবা মা কে না জানিয়ে গোপনে বিয়ে করে এবং বাবা মা কে এই বিষয়ে কিচ্ছু জানায় নাই এবং আমার বাবা অন্য জায়গায় থেকে তার বিয়ের কথা জানতে পায় এবং আমার বাবা কোন ভাবেই এই বিয়ে মেনে নিতে রাজি না। তাই আমার বোন ওই ছেলের থেকে দূরে সরে আসে এবং ও ওর ভুল বুঝতে পারে এবং ওই ছেলের থেকে তালাক চাই কিন্তু ওই ছেলে তালাক দিতে রাজি হয় নাই এবং আমার বাবা অন্য জায়গায় তালাক ছাড়া আমার বোন কে বিয়ে দেয়। বিয়ের ৬ মাস পরে আমার বোন ওই ছেলের সাথে কথা বলে এবং ওই ছেলে তালাক দিতে রাজি হয় ওই ছেলে আমার বোন কে আল্লাহ কসম দিয়ে বলে যে সে আমার বোন কে আর চায় না এবং আমার বোন কে মুক্তি করে দিয়েছে এবং ওই ছেলে আমার বোন কে তালাক দিতে বলে এবং আমার বন তালাক তালাক তালাক বলে এবং ওই ছেলে রাজি হয় তালাক এ। এই পুরো বিষয় টা আমরা বোন আমাদের এলাকার এক হুজুর সাথে বলে এবং হুজুর ওই ছেলের সাথে কথা বলে এবং ওই ছেলে আমার বোন কে ওই হুজুর এর সামনে তালাক দেয়,, এবং হুজুর ৩ মাস পরে আমার বাবা মা যেই ছেলের সাথে বিয়ে দিয়েছে তার সাথে নতুন করে শুধু ইজাব আর কবুল টা পরায়। তাহলে কি আমার বোন এর ২ বিয়েটা ঠিক ও সহি আছে। +8801687000455
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
একজন মহিলা কারো বিবাহবন্ধনে থাকা অবস্থায় অন্যত্র বিবাহ হতে পারে না।
অতএব আপনার বাবা আপনার বোনকে দ্বিতীয় যে বিবাহ দিয়েছিল তা শুদ্ধ হয়নি। পরবর্তীতে পূর্বের স্বামী থেকে তালাক গ্রহণের পর ইদ্দত শেষ হওয়ার পরে দ্বিতীয় ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এবং সেখানে শরীয়ত অনুযায়ী বিবাহ হতে হবে। তথা ন্যূনতম দুইজন সাক্ষীর উপস্থিতি এবং নতুন করে মহর ধার্য হতে হবে।
উল্লেক্ষ্য: যেসব মেয়েদের মাসিক চালু আছে তাদের ক্ষেত্রে ইদ্দত তিনটি মাসিক। অনেকের ক্ষেত্রেই তিন মাসে তিনটি মাসিক শেষ হয় না।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন