আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৩৩১৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি প্রতি রাতে সূরা মূলক এবং সূরা ওয়কিয়াহ পাশাপাশি সূরা দূহা ও সূরা ইনশিরাহ পড়ি এতে আমি আত্তিক প্রশান্তি পাই।
কিছুদিন আগেই জানতে পারলাম নবীজীর দেখানো সুন্নাতের ব্যাতিত অন্ন পদ্ধতিতে ইবাদতকে বিদআত বলে। আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে সূরা দুহা এবং সূরা ইনসিরাহ পড়ত কি না এমন হাদীস খুঁজে পাইনি আমি। তাহলে কি আমার এই সুরা গুলো পড়া বিদআত হবে?

আরও বলতে চাই যে, সকাল এ ঘুম থেকে উঠে লা হাওলা ওয়ালা কুওয়তা ইল্লা বিল্লাহ, দরুদ শরীফ, আয়াতুল কুরসি, পাঠের কি কোনো ফজীলত আছে নাকি এমনিতেই শুধু আল্লাহর যিকির এর অন্তর্ভুক্ত এগুলা?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৭ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা ১২১৯