আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৪১৫৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুর আমি যখন সালাত আদায় করি জামাতে অথবা একা তখন যদি আমার মন অন্য কোথাও চলে যায় তখন আমি মনে মনে বলি যে মহান আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং মহান আল্লাহ তায়লা আমার মনের কথা সবই জানেন এবং বলি আমাকে এহসানের সাথে এখলাসের সাথে এবং খুশুখুযর সাথে সালাত আদায় করতে হবে মাঝে মাঝে মনে মনে বলি যে আমি মহান আল্লাহতালার কুদরতই কদমে সিজদা করছি। কিন্তু আমার মনে পড়ল আমি বেশ কয়েকজন আলেমের কাছে শুনেছিলাম যে তারা বলেছে যে কুদরতি কদম এ কথাটা বলা অন্যায় গুনাহের কাজ। এ কথা বলা যাবে না। তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এ বিষয়ে আর একজন আলেমের কথা শুনেছি তিনি বলেছেন এটি কুফরি এটি যে বলে সে কাফের হয়ে যায়। তাহলে আমি কি কুফরী করলাম? নাউজুবিল্লাহ। এজন্য আমি তওবা করেছি মহান আল্লাহ তায়ালার কাছে এবং ক্ষমা চেয়েছি। আমাকে এই বিষয়ে একটু খুলে বলবেন এবং আমার গুনা হয়েছে কিনা এবং হলে কি করণীয় একটু বলবেন
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৫ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা