আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৭৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি।এই গজলে কি শিরক লুকিয়ে আছে?

২৬ মে, ২০২২
Doha, Doha, Qatar

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রশ্নোক্ত গানটি মূলত রাসূলুল্লাহ সা. এর প্রতি মুহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। এতে কেউ তাকে মাবুদ মনে করে না। তাই এতে শিরকে গন্ধ খোঁজা নির্বুদ্ধিতা বৈকি? আর কিছু কিছু বাক্য বাহ্যিক দৃষ্টিতে দোষনীয় মনে হলেও কাব্যশাস্ত্রে সেগুলো দোষনীয় নয়। কাজেই সেই দৃষ্টিকোণ থেকেও এই কবিতা বা নাতটি দোষণীয় নয়। তবে যদি কেউ এটিকে বলার সময় রাসূলুল্লাহকে আল্লাহ তায়ালার সমপর্যায়ে কল্পনা করে থাকে তাহলে সেটা নিশ্চয়ই শিরক হবে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#২১৭৪৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন কিছু মানুষের সাথে চলাফেরা করতাম যারা বাঙালি সংস্কৃতির বিষয়ে খুব সুন্দর করে বোঝাতো। তখন হলে থাকতে প্রতি বছর প্রত্যেকটা পূজায় উৎসাহিত করা হতো। তাদের সাথে আমিও যেতাম দেখতে। এমনভাবে মিশে গিয়েছিলাম যে আমি দুর্গাপূজার সময় মূর্তির পা ধোয়া চরণামৃত খেয়েছি। সরস্বতী পূজার প্রসাদ, তারপর বিভিন্ন সময় হিন্দুদের আনা প্রসাদ খেয়েছি। ওদের পূজার সময় মন্ডপে বসেও থেকেছি। অন্যদের সঙ্গে নিয়ে গিয়েছি। আস্তাগফিরুল্লাহ।

আচ্ছা, আমি কি শিরক করে ফেলেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি গত দুই বছরে অনেকবার এর জন্য তওবা করেছি। এখন আমি অনেক অনুতপ্ত। আল্লাহ তো জানেন। বলবেন প্লিজ আমি কি সত্যি শিরক করে ফেলেছি? ভুল করে করলেও নাকি এর গুণাহ আল্লাহ ক্ষমা করেন না? আমি এখন কি করবো? কিভাবে ক্ষমা পাবো আমি? আমার সেই সময় মাথায়ই আসেনি যে এটা শিরক হতে পারে। প্লিজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেনো আমাকে মাফ করে দেয়। আর ঠিকমতো হয়তো লিখতে পারিনি। আমাকে প্রশ্নগুলোর উত্তর দিবেন প্লিজ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৮ আগস্ট, ২০২২
টঙ্গী