মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

গর্ভকালীণ সহবাস

প্রশ্নঃ ৬৭৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় কতদিন পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবো,আর গর্ভবতী অবস্থায় কোন সময় থেকে স্ত্রী সহবাস করতে পারবো না ?,

২২ জুলাই, ২০২৫

ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


স্ত্রী গর্ভবতী অবস্থায় শরীয়তের পক্ষ থেকে সহবাসে নিষিদ্ধতা নেই।
অবশ্য খেয়াল রাখতে হবে, চাপ লেগে যেন স্ত্রী কষ্ট না পায়। গর্ভের সন্তানের কোনো ক্ষতি না হয়। স্ত্রী শারীরিক-মানসিক প্রস্তুত থাকলে খুব আলতো ভাবে মায়া মমতার সাথে সহবাস করতে পারবেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ألا وَاسْتَوصُوا بالنِّساءِ خَيْراً، فَإِنَّمَا هُنَّ عَوَانٍ عِنْدَكُمْ

শোন, তোমরা স্ত্রীদের কল্যাণের ওয়াসীয়ত গ্রহণ কর। কেননা তারা তো তোমাদের কাছে (বিবাহের বন্ধনে) আবদ্ধ । জামে' তিরমিযী হাদীস নং: ১১৬৩আন্তর্জাতিক নং: ১১৬৩ https://muslimbangla.com/hadith/30801

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৩৪২৮৯

অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ


৪ জুন, ২০২৩

চট্টগ্রাম ৪৩৩০

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৯০৫১৯

মেসেঞ্জারে বিবাহ করলে‌ কি তা হয়


২৪ ফেব্রুয়ারী, ২০২৫

Gazirchat

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

২৯৩৪৬

বিবাহের আক্বদ অনুষ্ঠানে কনের উপস্থিতি আবশ্যক?


৫ মার্চ, ২০২৩

ঢাকা ১২০৭

question and answer icon

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ

১০২১৮০

কুরআন শিক্ষাকে মহর নির্ধারণ করে বিবাহ করা যাবে?


৫ মে, ২০২৫

বরকুল

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী