আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৯৯৪৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমার কয়েকটা প্রশ্ন আছে। ১ঃ আমার সামনে বিবাহ,আমার কাছে যে নগদ অর্থ ছিলো সেটা খরচ হয়ে গেছে, সামনে আরও খরচ আছে, কুরবানি দেওয়ার মতো নগদ অর্থ থাকবে না। কিন্তু ডিপিএসে ৫০ হাজারের উপরে অর্থ আছে সেটা তো ভাঙতে পারছি না, এখন যদি আমি কুরবানি না দেই তাহলে আমার গুনাহ হবে কী?
২ঃ আমি যদি মোহরানা শোদ না করতে পারি তাহলে কি স্ত্রী কে স্পর্শ করা যাবে না? আর স্ত্রী যদি বলে মোহরানা মাফ করবে না তখন আমার কি করনীয়?
৩ঃআমি নতুন বিবাহ করবো ইনশাআল্লাহ। এখন জানার বিষয় হলো, আমার স্ত্রী প্রতি আমার কী কী হক বা দায়িত্ব আছে, আর স্ত্রী উপরে স্বামীর প্রতি কী কী হক বা দায়িত্ব আছে?
৪ঃ সহবাস করার নিয়ম এবং ফরজ গোসলের নিয়ম কী?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩ জুলাই, ২০২২
ঢাকা
#১৩৯৮০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মেয়েদের স্বপ্নদোষ হয় আবার বীর্য বের হয় এগুলো আগে জানতাম না ।আমার আগে অনেক এরকম হয়েছে যে দুএকদিন পরপর সজাগ থাকা অবস্থাতেই অনেক উত্তেজনা হত তারপর আবার নিস্তেজ হয়ে যেত ।তারপর সাদা স্রাবের মত দেখলে মনে করতাম এগুলো সাদাস্রাব।নামাজ পরার সময় গোসল না করে অযূ করে নামাজ পরতাম। এইভাবেই প্রায় নয় বছরের নামাজ রোজা করেছি।তারপর এই সম্পর্কে জানতে পরি।তখন আমি মাসিক থেকে পবিত্র হবার পর ফরজ গোসল করেছি তাছাড়া আর ফরজ গোসল করি নাই।তারমানে পুরো মাসজুরে অপবিত্র অবস্থায় নামাজ পরতাম। তারমানে কি আমার আগের যত নামাজ রোজা করেছি সব বাতিল? এগুলো কিছুই কবুল হয় নাই।মনে হলে কান্না আছে।নামাজ রোজা সব কি এখন কাযা করতে হবে?নাকি না জানার কারনে আল্লাহ মাফ করবের নাকি করবেন না।?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২১ ফেব্রুয়ারী, ২০২২
রুপগঞ্জ