আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১২৪০৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার একটা প্রশ্ন?
Met Life কোম্পানিতে আমার একটা Policy আছে যাতে প্রতি মাসে ১ হাজার ৫৮ টাকা জমা দেই এবং এই টাকা থেকে আমার একাউন্টে ১ হাজার টাকা করে জমা হয় আর বাকি টাকাটা তারা রেখে দেয় এর বদলে আমাকে কিছু সুযোগ সুবিধা দিবে তাদের আয়ত্তে থাকা ভিবিন্ন হাসপাতাল ইত্যাদি থেকে, তো ৫ বছরের আগে আমি এই পলিসি টা ভাঙ্গতে পারবো নাহ, প্রশ্ন হলো ৫ বছর পর যদি জমাকৃত টাকার সাথে বাড়তি কোনো টাকা দেয় সেটি কি আমার জন্য হালাল হবে নাকি হারাম? এবং বাড়তি টাকাটি আমি না ভক্ষণ করে কি অন্য কাউকে দিয়ে দিতে পারবো কিনা?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
৫ জানুয়ারী, ২০২২
সোনাইছড়ি