আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৪৪৮৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হযরত, একটা প্রশ্ন আমার দিলের ভিতর প্রায় সময় উদিত হয়। আমি জানি এটা শয়তান থেকে হয়। কোথাও এই প্রশ্ন করার সাহস পাই না। আমার দিলের সংশয় এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য সন্তোষজনক একটি উত্তর প্রদান করলে কৃতজ্ঞ থাকবো। মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন।
প্রশ্ন টি হল :
আল্লাহ তায়ালা আমাদের রুহ সৃষ্টি করেছেন। অতঃপর আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসুল পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আমার প্রশ্ন হল, আমাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে তো আর জান্নাত-জাহান্নামের প্রশ্ন আসতো না। কেন আমাকে সৃষ্টি করা হলো ? এটা কিভাবে ইনসাফ যে, আমি কাউকে সৃষ্টি করলাম আর বললাম তুমি যদি আমাকে মেনে চলো তাহলে তোমাকে অনেক নিয়ামত দিব আর না মেনে চললে তুমি ধ্বংস হয়ে যাবে। সে যদি প্রশ্ন করে, আমাকে আপনি সৃষ্টি করলেন কেন ? সৃষ্টি না করলে তো এখন আমাকে ঝামেলায় পড়তে হতো না। আমার কোনো অস্তিত্বই থাকত না। জান্নাত-জাহান্নামের আমার দরকার নেই । আমি সৃষ্টি হতে চাই না। আপনি কেন আমাকে অস্তিত্ব দিয়েছেন ? এর জবাব কি ? আমি জানি যে, আল্লাহতালা আমাদেরকে নেক আমল করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সেটা বলেছেন। আমার প্রশ্ন হল, সৃষ্টি না করলে তো নেক আমলের - বদ আমলের প্রশ্ন আসতো না ? এটা কিভাবে ইনসাফ ? আল্লাহ আমাকে মাফ করুন। আমার জন্য দোয়া চাই। শয়তান যাতে আমাকে ধ্বংস করে না দেয়।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৮ মার্চ, ২০২২
মৌলভীবাজার
#১৪৪১৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমার আশেপাশের অনেক মানুষকে আল্লাহ অনেক ভাল ভাল নিয়ামত দান করেছেন।কিন্তু তাদের তুলনায় ধরতে গেলে আমাকে তিনি পর্যাপ্ত কিছুই দান করেন নি।না দিয়েছেন আমাকে সৌন্দর্য না দিয়েছেন কোনো গুণ। আমি অনেক পরিশ্রম করেও যা করতে পারি না, তারা তা আমার চেয়ে কম পরিশ্রম করেও আমার চেয়ে ভাল ফলাফল করে।সকলের চোখে আল্লাহ আমাকে গুনহীন ও করুণার পাত্রী করে রেখেছে। আমি তো তাদের চেয়ে বেশী আল্লাহর ইবাদত করি তারপরও আমার এমন দশা দেখে আমি প্রায়ই হতাশার সাগরে ডুবে যাই,তখন আমার মনে হয় তারা তো নামাজ রোজা না করেই আমার চেয়ে বেশী সাফল্য অর্জন করছে।তাইলে আমিও ছেড়ে দেই,এখন যেই খারাপ অবস্থায় রেখেছে এর চেয়ে আর খারাপ অবস্থা আর কি বা হতে পারে।এক্ষেত্রে আমার কী করা উচিত আপনিই বলুন?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
২ মার্চ, ২০২২
হাটহাজারী
#১৪২৮৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ভাইয়া আমি ১৫ বছর বয়সী এক পথভ্রষ্ট ছেলে, আগে আল্লাহর আনুগত্য অনেক ছিল, জানতাম না বিয়ের আগের সম্পর্ক হারাম ভাবতাম যে শুধু ধরা ছোঁয়াই বোধ হয় গুনাহ, জেনেরাল ছাত্র বলে, সে রাগ হতো, আল্লাহ কে দোষারূপ করতাম, নামাজ ছাড়লাম, পরে বুঝতে পেরেও যে এটি হারাম, তাকে ছাড়তে পারিনি, নেশা করার পর যে নেশা খারাপ জানলাম ছাড়তে কষ্ট তো নিশ্চয়ই তবে চেষ্টা করি, আল্লাহর পথে একবার ফিরি, আবার ঘুরে যাই, আবার ফিরি আবার ঘুরে যাই, এভাবে চলতে থাকে, চোখের জেনাহে লিপ্ত হই, এই ছোট্ট বয়সে কত ধরনের ভয়ানক পাপ করি, আমি বলতেও ভয় করি, কাউকে শেয়ার ও করা যায়না, যদি আল্লাহ আরও ক্রুদ্ধ হন, আপনাকে বলাও যাবেনা আরও নাজানি কত পাপ করি, ধর্মে ফিরি আবার হারাই আবার ফিরি আবার হারাই, ভাই প্রকাশ্যে অগণিত পাপ করি, আমার অজ্ঞতার কারণে অন্যের কষ্টের কারণ হই, কত জুম্মা মিস করি, চুরি করি মিথ্যে বলি পাপে প্রেরণা দেই ঠকাই। তবে শেষ পর্যন্ত, হারাম সম্পর্ক শেষ করি, গানবাজনা ছাড়ারও চেষ্টাও করতেছি, সকল অসৎ সঙ্গ ত্যাগেরও চেষ্টা করছি তবে দুনিয়ার জীবন যেন আমায় ধাওয়া করছে এমন আর আগের মত করতে পারছিনা বোধ হয় মহান রব মহর মেরে দিয়েছেন অন্তরে, নামাজ পড়তেছি আর পড়তেছি, কিন্তু কেনো যেনো ইমান টা কোথায় হারিয়ে গিয়েছে, দুনিয়ার মহ আমায় পাগল করেছে কিছুই বুঝতেছিনা নাও এদিক নাও সেদিক। খুবই দিশেহারা আমি হুজুর, আমার মনে হয় আবার পাপ যখন আমার সামনে আসবে আমি নিজেকে হয়তো, ধরে রাখতে পারবনা, কিছুই ভাল্লাগেনা হুজুর, রবের কাছে ক্ষমা প্রার্থনাও লজ্জাজনক হয়ে গিয়েছে, আখিরি জবানা, আমি আমার জন্যে দুআ করেন হুজুর, বিশ্বাস, কোথায়? কিভাবে। রব কি উনার মহর আমার অন্তর থেকে আর তুলে নিবেন নাহ? কখনোই না? রবের কাছে জান্নাত নহে ঈমান ভিক্ষে চাই, তবে হয়তো কিছু বিষয় মুছে ফেলা যায়না। আমার জন্যে দুআ কইরেন হুজুর আর দয়া করে বলবেন আমি কিকরে আবার নিজের অন্তঃস্থ নফস কে হত্যা করবো কি করে আবার ঈমান সম্পূর্ণ করবো, কি করে অবিশ্বাসী মনকে সান্তনা দিবো? অনেক দিশেহারা হয়ে আপনাদের শরণাপন্ন হলাম, প্রশ্ন বড় আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাজাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৭ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা