আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১৫৪৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি গত দুইদিন আগে এক জায়গায় পিকনিকে বেড়াতে গিয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। আসরের নামাজের সময় আমার বুকে হঠাৎ প্রচুর ব্যথা হাত গুলো অবস হয়ে গিয়েছিলো, পিকনিকের খাবারগুলো খেতে পারি নাই, আমার বন্ধুরা সবাই ভয় পেয়ে গিয়েছিল, সবাই একটা আতংকের মধ্যে ছিলো, প্রায় ৮ ঘন্টার মতো ব্যথা ছিলো নিশ্বাস নিতে কষ্ট হয়েছিলো হাতগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিলো। কোন কাজ করার শক্তি ছিলোনা, সেদিন আমার আসর, মাগরিব ও এশার নামাজ পড়া হয়নি আমার খুবি আফসোস লাগছিলো নামাজগুলো আমি আদায় করতে পারি নি। এখন আমার কী করণীয় নামাজ গুলোকি কাজা আদায় করবো? প্রায় দুইদিন হয়ে গেলো, আমি এখন পুরো সুস্থ। যদি নামাজগুলো কাজা আদায় করতেই হয় তাহলে এশার নামাজের সময় কী বেতের নামাজও আদায় করতে হবে? দয়া করে আমার প্রশ্নগুলো খুব দ্রুত জানাবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
১৫ ডিসেম্বর, ২০২১
টাঙ্গাইল