আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০২৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,ঢাকা থেকে কুমিল্লা আসছিলাম,রাস্তায় গাড়িতেই নামাজ গুলো আদায় করছিলাম,তখন একজন বললো,বাড়িতে গিয়েই নাকি সবগুলো নামাজ একসাথে পরে নেওয়া যাবে,সত্যতা জানতে চাচ্ছি

২০ নভেম্বর, ২০২১
কুমিল্লা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ফরজ নামাজ গাড়ি থেকে নেমে সুন্নত তরিকায় দাঁড়িয়ে আদায় করতে হবে। যেহেতু নামাজে দাঁড়ানো ফরজ। নিজের অবহেলা অবজ্ঞার কারণে দাঁড়ানোর এই ফরজ ছেড়ে নামাজ আদায় করলে নামায আদায় হবে না। তবে গাড়িওয়ালাদেরকে রিকোয়েস্ট করার পরেও তারা নামাজ পড়ার সুযোগ না দিলে, বাধ্য হয়ে তখন গাড়ির সিটে বসেই ইশারায় নামাজ পড়ে নেবে। গন্তব্যে পৌঁছার পর এই নামাজগুলো পুনরায় সুন্নত তরিকায় দাঁড়িয়ে কাযা করতে হবে।
(তবে যারা মাজুর, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম নয়, তারা গাড়ির সিটে নামাজ পড়ে নেবে। গন্তব্যে পৌঁছার পর তাদের এই নামায কাযা করতে হবে না।)

উল্লেখ্য, গাড়ির সিটে বসে যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারবেন। এমনকি গাড়ির সিটে বসে নফল নামাজ পড়ার জন্য কিবলামুখী হওয়া ফরজ নয়। যে দিকে চলছেন, সে দিকে মুখ করে নামাজ পড়তে পারবেন।
সফর অবস্থায় নফল নামাজের জন্য নিম্নোক্ত আয়াতটি প্রযোজ্য।

وَلِلّٰہِ الۡمَشۡرِقُ وَالۡمَغۡرِبُ ٭ فَاَیۡنَمَا تُوَلُّوۡا فَثَمَّ وَجۡہُ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ وَاسِعٌ عَلِیۡمٌ

পূর্ব ও পশ্চিম সব আল্লাহরই। সুতরাং তোমরা যে দিকেই মুখ ফেরাবে সেটা আল্লাহরই দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞ।
—আল বাকারা - ১১৫

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর