আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৯৮১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। মুহতারাম আমার প্রশ্নগুলি:

১ গোসলের সময় অযু করলে সেই অযু দ্বারা পরবর্তীতে সালাত আদায় করা যায়। কিন্তু গোসল চলাকালীন কোনো সময় যদি সতর খুলে যায় তবে কি অযু আবার করে সালাত পড়তে হবে ষা আগের অযু বলবৎ থাকবে?

২ সালাতরত অবস্থায় অযু ভেঙে গেলে অযু করে এসে আবার শুরু থেকে কি সালাত পড়তে হবে?

মুহতারাম আমাদের এই অ্যাপে অনেক আলেমদের বয়ান আছে আলহামদুলিল্লাহ। তবে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী হুযুরের বয়ান খুব কম। হুযুরের বয়ান আরো বাড়ালে ভালো হত। নতুন আরো কিছু দেশবরেণ্য উলেমাদের বয়ান যুক্ত করলেও ভালো হত। আপনি দয়া করে যথাযথ কর্তৃপক্ষকে এই ব্যাপারে অবগত করলে খুশি হতাম।

কোনো ধরনের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। জাজাকাল্লাহু খায়রান।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৯ ডিসেম্বর, ২০২০
ঢাকা