আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৮০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন কমর্চারী। আমার ডিউটি চলাকলীন সময়ে বসে কিংবা নামাজ পড়ার জন্য কোন সময় দেয় না। এক্ষেত্রে আমি যদি দাড়িয়ে দাড়ায়ে নামাজ আদায় করি। তাহলে কি নামাজ হবে??? আর ওজু করার সময় পায়ে জুতা থাকে তাই জুতার উপরে মাসেহ করি। তাহলে কি ওজু হবে???

৫ ডিসেম্বর, ২০২০
কক্সবাজার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. খাদ্য খাবার গ্রহণ ও মানবীয় প্রয়োজনে আপনি যেমন বিরতি ও সুযোগ প্রাপ্ত হন, তদ্রুপ ধর্মীয় ও রাষ্ট্রীয় এমনকি আন্তর্জাতিক আইনে আপনি নামাযের জন্য সুযোগ পাবেন। নামাযের সুযোগ দিতে কর্মকর্তাগন আইনত বাধ্য।
অতএব জালিমদের ঠুনকো নিষেধাজ্ঞার মুখে নামাজের গুরুত্বপূর্ণ ফরয দাঁড়ানো, রুকু-সিজদা করা ইত্যাদি ছেড়ে দিয়ে ইশারায় নামায আদায় করা আপনার জন্য জায়েয হবে না।
فَاِذَا قَضَیۡتُمُ الصَّلٰوۃَ فَاذۡکُرُوا اللّٰہَ قِیٰمًا وَّقُعُوۡدًا وَّعَلٰی جُنُوۡبِکُمۡ ۚ فَاِذَا اطۡمَاۡنَنۡتُمۡ فَاَقِیۡمُوا الصَّلٰوۃَ ۚ اِنَّ الصَّلٰوۃَ کَانَتۡ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ کِتٰبًا مَّوۡقُوۡتًا

অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দন্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও, তখন নামায ঠিক করে পড়। নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।
সূরা নিসা ১০৩

২. পায়ের জুতো জোড়া যদি গাম্বু-সু হয় এবং পবিত্র হয় তবে এর উপর মাসাহ করতে পারবেন। মাসাহের মেয়াদ হবে সর্বোচ্চ ২৪ ঘন্টা।

عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ ؟ قَالَ : " لِلْمُسَافِرِ ثَلَاثَةُ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ، وَلِلْمُقِيمِ يَوْمٌ وَلَيْلَةٌ ".
মুসনাদ আহমাদ ২১৮৬৮

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন