প্রশ্নঃ ৩৯৮১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। মুহতারাম আমার প্রশ্নগুলি:১ গোসলের সময় অযু করলে সেই অযু দ্বারা পরবর্তীতে সালাত আদায় করা যায়। কিন্তু গোসল চলাকালীন কোনো সময় যদি সতর খুলে যায় তবে কি অযু আবার করে সালাত পড়তে হবে ষা আগের অযু বলবৎ থাকবে?২ সালাতরত অবস্থায় অযু ভেঙে গেলে অযু করে এসে আবার শুরু থেকে কি সালাত পড়তে হবে? মুহতারাম আমাদের এই অ্যাপে অনেক আলেমদের বয়ান আছে আলহামদুলিল্লাহ। তবে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী হুযুরের বয়ান খুব কম। হুযুরের বয়ান আরো বাড়ালে ভালো হত। নতুন আরো কিছু দেশবরেণ্য উলেমাদের বয়ান যুক্ত করলেও ভালো হত। আপনি দয়া করে যথাযথ কর্তৃপক্ষকে এই ব্যাপারে অবগত করলে খুশি হতাম।কোনো ধরনের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। জাজাকাল্লাহু খায়রান।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. সতর খুলে গেলে ওযু ভাঙবে না।
২. হ্যাঁ, অযু করে এসে আবার নতুন করে নামায পড়া উত্তম।
الاِسْتِئْنَافُ فِي الصَّلاَةِ:
11 - قَال الزَّيْلَعِيُّ: " (وَإِنْ سَبَقَهُ حَدَثٌ) أَيِ الْمُصَلِّيَ (تَوَضَّأَ وَبَنَى) ، وَالْقِيَاسُ أَنْ يَسْتَقْبِل (يَسْتَأْنِفَ) وَهُوَ قَوْل الشَّافِعِيِّ؛ لأَِنَّ الْحَدَثَ يُنَافِيهَا، وَالْمَشْيُ وَالاِنْحِرَافُ يُفْسِدَانِهَا، فَأَشْبَهَ الْحَدَثَ الْعَمْدَ، وَلَنَا قَوْلُهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ: مَنْ أَصَابَهُ قَيْءٌ أَوْ رُعَافٌ أَوْ قَلَسٌ أَوْ مَذْيٌ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ، ثُمَّ لْيَبْنِ عَلَى صَلاَتِهِ، وَهُوَ فِي ذَلِكَ لاَ يَتَكَلَّمُ. وَقَال عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ: إِذَا رَعَفَ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ أَوْ قَلَسَ، فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ وَلْيَرْجِعْ فَلْيُتِمَّ صَلاَتَهُ، عَلَى مَا مَضَى مِنْهَا مَا لَمْ يَتَكَلَّمْ (3) .
وَالاِسْتِئْنَافُ أَفْضَل تَحَرُّزًا عَنْ شُبْهَةِالْخِلاَفِ (1) .
وَهَذَا الْحُكْمُ عَلَى سَبِيل الْوُجُوبِ عِنْدَ الْمَالِكِيَّةِ فِي غَيْرِ الرُّعَافِ، إِذِ الْبِنَاءُ رُخْصَةٌ.
الموسوعة الفقهية
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন