আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৪৪৮৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হযরত, একটা প্রশ্ন আমার দিলের ভিতর প্রায় সময় উদিত হয়। আমি জানি এটা শয়তান থেকে হয়। কোথাও এই প্রশ্ন করার সাহস পাই না। আমার দিলের সংশয় এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য সন্তোষজনক একটি উত্তর প্রদান করলে কৃতজ্ঞ থাকবো। মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন।
প্রশ্ন টি হল :
আল্লাহ তায়ালা আমাদের রুহ সৃষ্টি করেছেন। অতঃপর আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসুল পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আমার প্রশ্ন হল, আমাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে তো আর জান্নাত-জাহান্নামের প্রশ্ন আসতো না। কেন আমাকে সৃষ্টি করা হলো ? এটা কিভাবে ইনসাফ যে, আমি কাউকে সৃষ্টি করলাম আর বললাম তুমি যদি আমাকে মেনে চলো তাহলে তোমাকে অনেক নিয়ামত দিব আর না মেনে চললে তুমি ধ্বংস হয়ে যাবে। সে যদি প্রশ্ন করে, আমাকে আপনি সৃষ্টি করলেন কেন ? সৃষ্টি না করলে তো এখন আমাকে ঝামেলায় পড়তে হতো না। আমার কোনো অস্তিত্বই থাকত না। জান্নাত-জাহান্নামের আমার দরকার নেই । আমি সৃষ্টি হতে চাই না। আপনি কেন আমাকে অস্তিত্ব দিয়েছেন ? এর জবাব কি ? আমি জানি যে, আল্লাহতালা আমাদেরকে নেক আমল করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সেটা বলেছেন। আমার প্রশ্ন হল, সৃষ্টি না করলে তো নেক আমলের - বদ আমলের প্রশ্ন আসতো না ? এটা কিভাবে ইনসাফ ? আল্লাহ আমাকে মাফ করুন। আমার জন্য দোয়া চাই। শয়তান যাতে আমাকে ধ্বংস করে না দেয়।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৮ মার্চ, ২০২২
মৌলভীবাজার
#১৩৭৭৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, اسلام عليكم ورحمةالله وبركته

উত্তর টা খুব Emergency

গত কয়েকমাস আগে আমাদের এলাকার মসজিদের দীর্ঘ দিনের খতিব সাহেব মাওলা আবুল বাশার সাহেব মারা যান,
উনি খুব গভীর ইলম ওয়ালা পরহেজগার আলেম ছিলেন,, ফিকহি মাস'আলা খুব ভাল বুঝতেন।
দীর্ঘ অনেক বছর দ্বীনের খেতমত করেছেন।

এখন আমার প্রশ্ন হচ্ছে

গত দুই রাতের আগের রাতে আমি স্বপ্নে দেখি
হুজুর সাদা টুপি সাদা পাঞ্জাবী পরিহিত অবস্থায় আমাদের কয়েক জনের সাথে একটা দাওয়াতে আসছেন, একদম হাসি মাখা মুখ নিয়ে এবং আমার সাথে মুসাফাহাও করেছেন।

হুজুরের সাথে মুলাকাত করতে চাইলে হুজুর কোনো একটি কারণ দেখিয়ে নিষেধ করেন।।

এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে??

সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরাম বা মুফতিয়ানে কেরাম কর্তৃক উত্তর আশা করছি।

جزاك الله خيرا فۍ دنياوالاخرة
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ ফেব্রুয়ারী, ২০২২
চকরিয়া