আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮১৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইদের দিন বা বিয়ের দিন বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করা কতোটা শরিয়ত পক্ষ। আবার অনেকে ইদের দিন বাবা,মা বাদে বড়ো দের পায়ে হাতদিয়ে সালাম করে এটা কি করা যাবে

৮ মে, ২০২২
West Bengal ৭৪৩৪২৮

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সালাম দেয়া শরীয়তের একটি বিধান। শরীয়তের প্রতিটি বিধানের জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক শেখানো আদব-কায়দা রয়েছে। যেকোন বিধান তার জন্য বর্ণিত আদব-কায়দার পরিপন্থী করলে সেটি আর ইবাদত থাকে না। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফির-মুশরিকদের সাদৃশ্যতার ব্যাপারে জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাই আমাদের কোনো কার্যকলাপ যেন কাফির মুশরিকদের সাথে মিলে না যায়, এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে।



حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا لاَ تَشَبَّهُوا بِالْيَهُودِ وَلاَ بِالنَّصَارَى فَإِنَّ تَسْلِيمَ الْيَهُودِ الإِشَارَةُ بِالأَصَابِعِ وَتَسْلِيمَ النَّصَارَى الإِشَارَةُ بِالأَكُفِّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ إِسْنَادُهُ ضَعِيفٌ . وَرَوَى ابْنُ الْمُبَارَكِ هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ لَهِيعَةَ فَلَمْ يَرْفَعْهُ .

২৬৯৫. কুতায়বা (রাহঃ) .... আমর ইবনে শুআয়ব তাঁর পিতা তাঁর পিতামহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমাদের ছাড়া বিজাতীয়দের অনুসরণ করে সে আমার উম্মত নয়। তোমরা ইয়হূদ ও নাসারার অনুকরণ করবে না। ইয়াহূদীদের সালাম হল অঙ্গুলির ইশারা করা আর নাসারার সালাম হল হাতের তালুর ইশারা করা।
—জামে' তিরমিযী, ইফা নং ২৬৯৫

পা ছুয়ে সালাম করা হিন্দুদের রীতি। হিন্দুরা তাদের গুরুজনের পদধূলি নিয়ে থাকে। সেখান থেকেই পা ছুঁয়ে সালাম করার এই অপসংস্কৃতি মুসলমানদের মাঝে অনুপ্রবেশ করেছে। কোন মুসলমান কিছুতেই এটি করতে পারে না।
ঈদের দিন অথবা বিয়ের দিন অন্যান্য দিনের মতোই ইসলামী কায়দায় সুস্পষ্ট শব্দে আসসালামু আলাইকুম বলে সালাম করবে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন