আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৭৭০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম১ আমি মালয়েশিয়া থাকি মোবাইল ফোনে বিবাহ করললে আমার স্ত্রী কি আমার বাড়ি তে থাকতে হবে না আমার স্ত্রী তার বাপের বাড়ি তে থাকে বে আমি দেশে যাওয়া অবধি!!!২ এখন আমার বাড়ি থেকে আমাকে বলতেছে আমার স্ত্রী কে আমার বাড়ি তে নিয়ে যাওয়ার জন্য আর সে যদি আমার বাড়ি তে যায় ইটা ইসলামে জাইজ হবে কিনা!!!

২৮ এপ্রিল, ২০২২
বাড়বকুণ্ড

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





স্ত্রী কার বাড়ীতে থাকবে সেটা একান্তই পারিবারিক বিষয় তবে ফোনো বিবাহ শুদ্ধ হয়েছে কি না সেটা প্রধান বিবেচ্য।

মোবাইলে বিবাহ প্রসঙ্গে আমাদের সমাজে বিভিন্ন ধরণের সিস্টেম চালু আছে যার অনেকগুলোই শরীয়ত সমর্থিত নয়। বরং এধরনের সংকটময় মুহূর্তে শরীয়ত সমর্থিত পদ্ধতি হলো; ছেলে অথবা মেয়ে কোন একজনের পক্ষ থেকে অপরজন কিংবা তৃতীয় কোনো ব্যক্তি উকিল হবেন। যিনি অপর পক্ষের কাছেই আছেন। এরপর সেখানে বিবাহের মজলিস হবে। ঐ মজলিসে উকিল তার মক্কেলের পক্ষ থেকে অন্তত দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহের ঈজাব অথবা কবুল সম্পন্ন করবেন।

যদি আপনাদের বিবাহ এই পদ্ধতিতে হয়ে থাকে তাহলে আপানর স্ত্রী আপনার বাড়ীতে বসবাস করতে কোনো বাঁধা নেই।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন