আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৪৩০৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু ওয়ালাইকুম।
আমি মোঃ হাবিবুর রহমান। আমার বয়স ২৬ বছর৷ আমি দেড় বছর পুর্বে পরিবারের অমতে বিয়ে করেছি। বিয়ের সময় আমার আয় মাসিক ১২ হাজার ছিলো। এজন্য আমার পরিবার বিয়েতে রাজি ছিলেন না।
পরবর্তিতে মেনে নিলেও তারা আমাকে সন্তান নিতে নিষেধ করেন। তবে আমি আল্লাহর প্রতি ভরসা রেখে সন্তান নেয়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে গত ১৫ ফেব্রুয়ারিতে ছেলে সন্তান ভুমিষ্ঠ হয়।
সন্তান যখন গর্ভে আসে তখন সবাই আমাকে বলেছিলো খাওয়াবি কি।

আমি যতটুকু জানি রিযিকের মালিক আল্লাহ।আমার সন্তানের রিযিক আল্লাহই দিবেন আশা করেছিলাম। আমার সন্তান গর্ভে আসার পর আমার দক্ষিন কোরিয়াতে চাকুরির ব্যাবস্থা হয়।
এখন আমার পরিবারের সবাই খুশি। আমার খুব জানতে ইচ্ছে করে, আমার স্বপ পুরনের অন্তরায় কি আমার সন্তানের রিযিকের কোন ভুমিকা রয়েছে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৭ মার্চ, ২০২২
ঢাকা