আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৬৪৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাকুম আমার সব সময় মন এর ভিতর ভয় হয় আমার সামি তাড়াতাড়ি মারা যাবে কিন্তু আমার সামি সুস্ত আল্লাহ থেকে দুয়া করি আমি আমি ভয় থাকে কিভাবে বাচবো

১১ এপ্রিল, ২০২২
নারায়ণগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ ভোগ করবে। কাজেই মরতে তো একসময় হবেই। এজন্য সর্বদা মৃত্যুর কথা স্মরণে রাখা আবশ্যক। তকে যারা যখন হায়াত শেষ হবে তিনি তখনই মৃত্যুবর্ণ করবেন। সেটা হতে পারে আপনার স্বামী কিংবা আপনি নিজেও। কাজেই আপানার আগে আপনার স্বামী মারা যাবে বলে আপনার মনে যে ধারণা হচ্ছে সেটা একান্তই আপনার অমূলক ধারণ। যখনই এজাতীয় ধারণা মনে আসবে তখন সাথে সাথে আউজুবিল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। আর আল্লাহ তায়ালা যেন আপনার থেকে এই ধারণা সরিয়ে নেন সেজন্য সাধ্যমতো সদকা করতে পারেন। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর