আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৯১০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালমুআলাইকুম, বিয়ে ভাগ্যে লিখা থাকে এই কথা কতটা ঠিক?? যদি লিখাই থাকে যারা ভালোবেসে বিয়ে করে তাদের ভাগ্য কি এটাই ছিলো?? নাকি তারা নিজের ভাগ্য নিজে গড়লো??
বিয়ে এর ক্ষেত্রে ভাগ্যের বিষয়টা আসলে কেমন??
ব্যাপারটি কি এমন যে অনেক অপশন আছে ভালো খারাপ এখন আমি যদি ভালো বেছে নেই বা খারাপ বেছে নেই তাহলে সেটাই আমার ভাগ্য হবে?? তাহলে কি ভাগ্য আমর কাজের উপর নির্ভর করছে??
আর যদি এসব কিছুই না হয় আল্লাহ ই ঠিক করে থাকে যে তার সাথেই আমার বিয়ে হবে তাহলে কেউ ভালো কাউকে পাচ্ছে আর কেউ খারাপ। কেউ সুখী হচ্ছে কেউ না। যাদের খারাপ টা দিয়া পরীক্ষা করা হচ্ছে তাদের জন্য আল্লাহ কি বিশেষ কোনো উপহার রেখেছেন??
যেমন গরিবরা ৫০০ বছর আগে বেহেশতে যাবে।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১ অক্টোবর, ২০২১
Nekmarad
#৮৬২৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এখানে একদিন একজন বেপর্দা মহিলা দুইটা সাপ নিয়ে আসছিল। আর সবাই কে বোকা বানিয়ে প্রায় ৩০০ টাকা আয় করসে। আমি সেখানে সিলাম শেই মুহুর্তে একজন সাপের কাছে এসে ছিল ভাগ্য পরিক্ষা করতে সে পারেনি কারন তার
কাছে টাকা ছিলনা। আমি তখন তাকে বললাম এসব করে শুধু শুধু টাকা নষ্ট কইরেন না। তখন অই সাপুরে আমাকে বলে উঠল অই ছেরা! তুই জানস বড় বড়
এম্পি মিনিস্টার আমার কাসে আহে। আমার সাপ হেগোর বিপদ দূর কইরা দেয়।


আমার মনে এইগুলার প্রতি কোনো বিশ্বাস ছিল না। আবার দেখলাম সে বিসমিল্লাহ বলে এসব করতাসে।
এখন প্রশ্ন হলঃ
১, আমার মনে এইগুলার প্রতি কোনো বিশ্বাস ছিল না। আমার কি গুনাহ হবে।
২, এগুলোকে ইসলামে কি বলে?
৩, যারা এগুলো বিশ্বাস করেছে তারা কি কুফরি করেছে
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
৬ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা