প্রশ্নঃ ৯১০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালমুআলাইকুম, বিয়ে ভাগ্যে লিখা থাকে এই কথা কতটা ঠিক?? যদি লিখাই থাকে যারা ভালোবেসে বিয়ে করে তাদের ভাগ্য কি এটাই ছিলো?? নাকি তারা নিজের ভাগ্য নিজে গড়লো??বিয়ে এর ক্ষেত্রে ভাগ্যের বিষয়টা আসলে কেমন??ব্যাপারটি কি এমন যে অনেক অপশন আছে ভালো খারাপ এখন আমি যদি ভালো বেছে নেই বা খারাপ বেছে নেই তাহলে সেটাই আমার ভাগ্য হবে?? তাহলে কি ভাগ্য আমর কাজের উপর নির্ভর করছে?? আর যদি এসব কিছুই না হয় আল্লাহ ই ঠিক করে থাকে যে তার সাথেই আমার বিয়ে হবে তাহলে কেউ ভালো কাউকে পাচ্ছে আর কেউ খারাপ। কেউ সুখী হচ্ছে কেউ না। যাদের খারাপ টা দিয়া পরীক্ষা করা হচ্ছে তাদের জন্য আল্লাহ কি বিশেষ কোনো উপহার রেখেছেন??যেমন গরিবরা ৫০০ বছর আগে বেহেশতে যাবে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তা'আলা মানুষের সকল ভাগ্য সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে লিখে রেখেছেন। পারিবারিক বিবাহ কিংবা ভালোবাসার বিবাহ সবই আল্লাহ তাআলার লেখা এই ভাগ্যনামার অন্তর্ভুক্ত।
قُلۡ لَّنۡ یُّصِیۡبَنَاۤ اِلَّا مَا کَتَبَ اللّٰہُ لَنَا ۚ ہُوَ مَوۡلٰىنَا ۚ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ
বল, ‘আমাদের জন্যে আল্লাহ্ যা নির্দিষ্ট করেছেন তা ব্যতীত আমাদের অন্য কিছু হবে না ; তিনি আমাদের কর্মবিধায়ক আর আল্লাহ্ র ওপরই মু’মিনদের নির্ভর করা উচিত।’
—আত তাওবাহ্ - ৫১
مَاۤ اَصَابَ مِنۡ مُّصِیۡبَۃٍ فِی الۡاَرۡضِ وَلَا فِیۡۤ اَنۡفُسِکُمۡ اِلَّا فِیۡ کِتٰبٍ مِّنۡ قَبۡلِ اَنۡ نَّبۡرَاَہَا ؕ اِنَّ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ ۚۖ
পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর যে বিপর্যয় আসে আমি তা সংঘটত করার পূর্বেই তা লিপিবদ্ধ থাকে; আল্লাহ্ র পক্ষে এটা খুবই সহজ।
—আল হাদীদ - ২২
لِّکَیۡلَا تَاۡسَوۡا عَلٰی مَا فَاتَکُمۡ وَلَا تَفۡرَحُوۡا بِمَاۤ اٰتٰىکُمۡ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ کُلَّ مُخۡتَالٍ فَخُوۡرِۣ ۙ
এটা এইজন্যে যে, তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্যে হর্ষোৎফুল না হও। আল্লাহ্ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদেরকে-
—আল হাদীদ - ২৩
হাদীসের ভাষ্যে বিষয়টি আরও স্পষ্ট।
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ حَدَّثَنَا ابْنُ، وَهْبٍ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ الْخَوْلاَنِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو، بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " كَتَبَ اللَّهُ مَقَادِيرَ الْخَلاَئِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ - قَالَ - وَعَرْشُهُ عَلَى الْمَاءِ " .
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন: আল্লাহ তা‘আলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে লিখেছেন। তিনি বলেছেন, সে সময় আল্লাহর ‘আরশ পানির উপরে ছিল।
—সহীহ মুসলিম, হাদীস নং ৬৬৪১
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন